বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে সাত প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
শুক্রবার সকালে নগরীর নথুল্লাবাদে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবির প্রতীক বিতরণ করেন।
তাদের বরাদ্দ প্রতীক নিয়ে প্রচারণা শুরু করেছেন মেয়র প্রার্থীরা।
প্রার্থী ও তাদের প্রতীকগুলো হলো- আওয়ামী লীগের আবুল খায়ের আবদুল্লাহ (নৌকা), জাতীয় পার্টির ইকবাল হোসেন তাপস (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম (হাতপাখা), জাকের পার্টির মিজানুর রহমান বাচ্চু (গোলাপ ফুল), স্বতন্ত্র প্রার্থী মো. কামরুল আহসান (ঘড়ি), আসাদুজ্জামান (হাতি) ও আলী হোসেন (হরিণ)।
কাউন্সিলর প্রার্থীদের ক্ষেত্রে লটারির মাধ্যমে প্রতীক বরাদ্দ করা হয়।
এছাড়া ৩০টি ওয়ার্ডের কাউন্সিলর পদে ১১৬টির মধ্যে ১১৫টিতে প্রতীক বন্টন করা হয়েছে। সাত নম্বর ওয়ার্ডে একজন প্রার্থী থাকায় প্রতীক বরাদ্দ হয়নি।
এদিকে, সংরক্ষিত কাউন্সিলরের ১০টি পদে ৪২ নারী প্রার্থীকে প্রতীক দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে রিটার্নিং কর্মকর্তা প্রতীক বরাদ্দ প্রক্রিয়া শুরুর আগে প্রার্থীদের দিকনির্দেশনা দেন।
১৬ মে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। ১২ জুন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ১২৬টি ভোটকেন্দ্রের ৮৯৪টি কক্ষে মোট দুই লাখ ৭৬ হাজার ২৯৮ জন ভোট দেবেন বলে আশা করা হচ্ছে।
—-ইউএনবি
আরও পড়ুন
বিএনপি শাসনামলের বিচারহীনতা থেকে আ. লীগ দেশকে মুক্ত করেছে: প্রধানমন্ত্রী
ডিজিটাল নিরাপত্তা আইনে ৭ হাজারের বেশি মামলা হয়েছে: আইনমন্ত্রী
নওগাঁয় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ১