October 4, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, October 25th, 2022, 8:06 pm

বর্ণবাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে বললেন ভিনি

অনলাইন ডেস্ক :

রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র কিছুদিন আগেই বর্ণবাদী আচরণের শিকার হয়েছিলেন। গত সেপ্টেম্বরে আতলেতিকো মাদ্রিদের সমর্থকরা তাকে উদ্দেশ্য করে বর্ণবাদী মন্তব্য করেছিল। ব্রাজিল তারকা বর্ণবাদের বিরুদ্ধে এবার কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানালেন। তার দাবি, কেউ বর্ণবাদী আচরণে দোষী সাব্যস্ত হলে তাকে ফুটবল থেকে আজীবন নিষিদ্ধ করা উচিত। মাদ্রিদ ডার্বির আগে ওয়ান্ডা মেট্রোপলিটানো স্টেডিয়ামের বাইরে ভিনিকে লক্ষ্য করে বেশ কিছু সমর্থক বর্ণবাদী মন্তব্য করেছিল। এ বিষয়ে ব্রাজিলের গ্লোবো টিভিতে ভিনি বলেছেন, ‘আপনি যখন অন্য কাউকে আঘাত করবেন, এর শাস্তি আপনাকে পেতেই হবে। ফুটবলে এ ধরনের ঘটনা ঘটেই চলেছে, একজনকে দেখে আরেকজন করছে। কিন্তু আমি এখনো বিশ্বাস করি, খারাপ মানুষের তুলনায় ভালো মানুষই বেশি। ’ মাদ্রিদ ডার্বিতে ভিনির সঙ্গে এ ধরনের ঘটনার কথা স্বীকার করেছে আতলেতিকো এবং লা লিগা কর্তৃপক্ষ। ম্যাচটিতে রিয়াল মাদ্রিদ ২-১ গোলে জিতেছিল। আতলেতিকো কর্তৃপক্ষ জানিয়েছে, তারা অভিযুক্ত সমর্থকদের খুঁজে বের করার চেষ্টা করছে। ইতোমধ্যে তাদেরকে ক্লাব থেকে নিষিদ্ধ করা হয়েছে। ভিনিসিয়ুস আরো বলেছেন, ‘বর্ণবাদী মানুষগুলো একসময় কোনো না কোনোভাবে শাস্তি পাবে। এ ধরনের সমর্থকদের আজীবন ফুটবল থেকে নিষিদ্ধ করা উচিত। এর মাধ্যমে তারা পরিপূর্ণ শাস্তি পাবে। নিজেদের পরিণাম বুঝতে পারবে।’