October 14, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, March 21st, 2023, 1:12 pm

বর্ণবৈষম্য বিলোপ দিবসে সিলেটে মানববন্ধন

জেলা প্রতিনিধি, সিলেট :

আন্তর্জাতিক বর্ণবৈষম্য বিলোপ দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলার দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম) এর উদ্যোগে মঙ্গলবার (২১ মার্চ) সকাল ১০টায় নগরীর কোর্ট পয়েন্টে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

স্বপন কুমার ঋষি দাসের সভাপতিত্বে ও সিনিয়র সদস্য নানকা রবি দাসের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন, সংগঠনের সহ-সভাপতি মতিলাল বাল্মীকি, শ্যামল দাস, পরেশ ভাসপর, শর্মিলা রানী ঋষি, মহিলা সম্পাদিকা রাজলক্ষী সিনহা, কুমুদেনী ঋষি, মোহাম্মদুলা, রবিন্দ্র ঋষি, মিনতি ঋষি, সুলতানা রাজিয়া, সুমিত্রা ঋষি, শেফালি ঋষি, লক্ষি রানী ঋষি, পপি রানী ঋষি, গোলাপী ঋষি, রিংকু বিশ্বাস প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, জাত-পাত ও পেশাভিত্তিক বৈষম্য প্রতিরোধে জাতীয় সংসদে উপস্থাপিত বৈষম্য বিরোধী বিল-২০২২ অবিলম্বে পাশ করতে হবে। জাতীয় সংসদে সাধারণ ও সংরক্ষিত আসনে দলিত জনগোষ্ঠীর সংখ্যানুপাতে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। জাতীয় বাজেটে দলিত জনগোষ্ঠীর জন্য সুনির্দিষ্টভাবে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বরাদ্দ বাড়াতে হবে। সকল মহানগরী ও পৌরসভায় দলিত জনগোষ্ঠীর জন্য আবাসনের ব্যবস্থা করতে হবে এবং খাস জমি বরাদ্দের মাধ্যমে গ্রামীণ দলিতদের ভূমির অধিকার নিশ্চিত করতে হবে।