October 13, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, December 28th, 2021, 7:51 pm

বর্ণিল আলোয় সেজেছে মস্কো

অনলাইন ডেস্ক :

অর্থডক্স খ্রিষ্টানদের বড়দিন ও নতুন বছরকে স্বাগত জানাতে বর্ণিল আলোকসজ্জায় সেজেছে রাশিয়ার রাজধানী মস্কো। জুলিয়ান বর্ষপঞ্জিকা অনুযায়ী বড়দিন পালনের ১৩ দিন পর জাঁকজমকপূর্ণভাবে দিনটি উদযাপিত হয় দেশটিতে। চার হাজারেরও বেশি আলোকসজ্জায় সজ্জিত করা হয় শহরটিকে। এ যেন এক রূপকথার নগরী। যত দূর চোখ যায় শুধু আলোর ঝলকানি। ক্রিসমাস ট্রি দিয়ে সাজানো পুরো শহর যেন জানান দেয় এসে গেছে বড়দিন। রাতের আলোতে যার সৌন্দর্য ফুটে ওঠে অন্যরকমভাবে। অর্থডক্স খ্রিষ্টানদের বড়দিন ও নতুন বছরকে ঘিরে এমনই সাজে সেজেছে রাশিয়ার রাজধানী মস্কো। অন্তত চার হাজারেরও বেশি আলোকসজ্জা দিয়ে সজ্জিত করা হয়েছে পুরো শহরটি। জুলিয়ান বর্ষপঞ্জিকা অনুযায়ী বড়দিন পালনের ১৩ দিন পর উদযাপিত হয় অর্থডক্স খ্রিষ্টানদের এই বড়দিন। নানান আলোকসজ্জার পাশাপাশি সুস্বাদু খাবারের পরসা সাজিয়ে বসছেন দোকানিরা। আর তা কিনতে দোকানে দোকানে ভিড় জমান নানা শ্রেণি-পেশার মানুষ। বড়দের পাশাপাশি শিশুরাও উপভোগ করছেন বড়দিনের এই আয়োজন। কেউ তুলছেন সেলফি, কেউবা আবার মজছেন স্কেটিং খেলায়। অনেকে আবার জমিয়ে করছেন শপিং। যে যার মতো ভাগ করে নিচ্ছেন আনন্দ-উল্লাস। শুধু রাতে নয়, দিনের আলোতেও কোনো কমতি নেই এই সৌন্দর্যের। তুষারের চাদরে যেন ঢাকা পড়েছে পুরো নগরী। যা এর রূপকে বাড়িয়ে দিয়েছে কয়েকগুণ।