October 14, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, August 13th, 2023, 8:32 pm

বর্তমানে বিশ্বের সেরা ব্যাটার বাবর: কোহলি

অনলাইন ডেস্ক :

পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে প্রশংসায় ভাসিয়েছিলেন ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি। চিরপ্রতিন্দ্বন্দ্বী দেশের এই ব্যাটারের খেলা সব সময় উপভোগ করেন বলেও জানান কোহলি। গত বছর স্টার স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে বাবর সম্পর্কে কোহলি বলেছিলেন, ‘আমার সঙ্গে তার (বাবরের) প্রথম সাক্ষাৎ হয়েছিল ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপে ম্যানচেস্টার ম্যাচের পর। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকে আমি ইমাদকে (ওয়াসিম) চিনি এবং সে এসে বলে, বাবর আমার সঙ্গে কথা বলতে চায়। এরপর আমরা দুজন (বাবর-বিরাট) বসি ও খেলা নিয়ে আলোচনা করি। প্রথম দিন থেকেই সে আমাকে প্রচুর শ্রদ্ধা ও সম্মান দেখিয়েছে এবং সেটার পরিবর্তন হয়নি। সব ফরম্যাট মিলিয়েই সম্ভবত বর্তমানে বিশ্বের সেরা ব্যাটার সে।’

কোহলি আরো বলেন, ‘ধারাবাহিকভাবে সব ফরম্যাটেই সে (বাবর) পারফরম্যান্স করে। তাকে খেলতে দেখাটা আমি সব সময় উপভোগ করি।’ কোহলির সঙ্গে বাবরের প্রায়ই তুলনা করা হয়। যদিও কোহলির অনেক পরেই আন্তর্জাতিক ক্রিকেটে এসেছেন বাবর। ২২ গজের লড়াইয়ে খুব কমই দেখা হয় দুজনের। কেননা আইসিসি ইভেন্ট ও এশিয়া কাপের বাইরে গত ১০ বছর ধরে কোনো দ্বিপক্ষীয় সিরিজ খেলেনি ভারত ও পাকিস্তান।