বাংলাদেশের সব বন্ধু ও অংশীদার বর্তমান পরিস্থিতির দ্রুত সমাধান এবং আরও সহিংসতা ও রক্তপাত এড়াতে চায় বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের বিদায়ী রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি।
বুধবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নিজের সংক্ষিপ্ত বক্তব্য শেয়ার করেন তিনি।
হোয়াইটলি লেখেন, ‘এই সপ্তাহে আমি অনেক মেধাবী বাংলাদেশি শিক্ষার্থীর সঙ্গে দেখা করেছি। আগামী সপ্তাহে তারা ইউরোপে পড়তে আগে সব বাংলাদেশি ইরাসমাস স্কলারদের একসঙ্গে করবেন।’
তিনি পোস্টে আরও লেখেন, ‘সব বন্ধু ও অংশীদার বর্তমান পরিস্থিতির দ্রুত সমাধান এবং আরও সহিংসতা ও রক্তপাত এড়াতে চায়।’
—-ইউএনবি
আরও পড়ুন
বৈষম্যবিরোধী আন্দোলনে হতাহতের তথ্যভাণ্ডার তৈরির কাজ চূড়ান্ত পর্যায়ে: উপদেষ্টা
আড়িয়াল বিল দখলমুক্ত করতে কঠোর পদক্ষেপের নির্দেশ পানিসম্পদ উপদেষ্টার
নেতাদের গাড়িবহর পরিহারের নির্দেশ বিএনপির