November 7, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, April 18th, 2023, 8:48 pm

বর্ষসেরা স্টোকস-মুনি, টি-টোয়েন্টিতে সূর্যকুমার

অনলাইন ডেস্ক :

কিছুদিন আগেই বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পুরষ্কার জিতেছেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। এবার পেলেন আরও এক বড় সম্মান। উইজডেন বর্ষসেরা ক্রিকেটারের খেতাব জিতে নিলেন স্টোকস। এছাড়া, উইজডেনের বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারেরে পুরষ্কার জিতেছেনে ভারতের হার্ড হিটার ব্যাটসম্যান সূর্যকুমার যাদব। বাইশ গজে গত বছরটা দুর্দান্ত পার করেছেন ইংলিশ অধিনায়ক। স্টোকস ও তার গুরু ব্রেন্ডন ম্যাককালামের হাত ধরে বদলে গেছে ইংল্যান্ডের টেস্ট ক্রিকেট। লাল বলের খেলাতেও আক্রমণাত্মক মেজাজে তারা তৈরি করেছেন বাড়তি উত্তেজনা। স্টোকসের নেতৃত্বে গত বছর ১০ টেস্টের ৯টিতেই জিতেছে ইংল্যান্ড। অধিনায়কত্ব বাদে ব্যক্তিগত পারফরম্যান্সেও বছরটা দারুণ পার করেছেন স্টোকস। গত বছর ১৫ টেস্টে ৩৬.২৫ গড় ও ৭১.৫৪ স্ট্রাইক রেটে ৮৭০ রান তুলেছেন ইংলিশ অধিনায়ক। আর ৩১.১৯ গড়ে উইকেট নিয়েছেন ২৬টি। এদিকে, উইজডেনের বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের খেতাব জিতেছেন সূর্যকুমার যাদব। গত বছর ৩১ টি-টোয়েন্টিতে ১১৬৪ রান করেন সূর্যকুমার। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে যা এক বছরে কোনো ব্যাটসম্যানের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহ। ১৮৭.৪৩ স্ট্রাইক রেটে রান তোলার পথে ৬৮টি ছক্কাও হাঁকিয়েছেন সূর্যকুমার, যা টি-টোয়েন্টির ইতিহাসে এক বছরে সর্বোচ্চ ছয়ের কীর্তি। এদিকে, দ্বিতীয়বারের মতো উইজডেনের বর্ষসেরা নারী ক্রিকেটার হয়েছেন অস্ট্রেলিয়ান বেথ মুনি। অস্ট্রেলিয়ার সর্বোচ্চ ৭ম শিরোপা জয়ের পেছনে অন্যতম কারিগর ছিলেন মুনি। ওয়ানডে ফরম্যাটে গত বছর মুনি ব্যাট করেছেন ১০০ গড়ে। এছাড়া, এবারের উইজডেনে বর্ষসেরা ক্রিকেটারের তালিকায় আরও জায়গা পেয়েছেন ইংলিশ ব্যাটার বেন ফোকস ও ম্যাথু পটস, নিউজিল্যান্ডের টম ব্লান্ডেল ও ড্যারিল মিচেল এবং ভারতের নারী দলের অধিনায়ক হারমনপ্রীত কৌর। আর এজবাস্টন টেস্টে ইন্ডিয়ার বিপক্ষে দুই ইনিংসের জোড়া সেঞ্চুরিতে ‘উইজডেন ট্রফি উইনার’ হয়েছেন জনি বেয়ারস্টো।