November 8, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, November 30th, 2021, 8:04 pm

বর্ষসেরা স্ট্রাইকার লেভানদোভস্কি

অনলাইন ডেস্ক :

করোনার কারণে ২০২০ সালে দেওয়া হয়নি ব্যালন ডি’অরের পুরস্কার। না হলে গেল বছরই এই পুরস্কার জিততে পারতেন রবার্তো লেভানদোভস্কি। এবারও লিওনেল মেসির সঙ্গে লড়াইয়ে ছিলেন পোলিশ তারকা। কিন্তু ব্যালন ডি’ অরের পুরস্কার জেতা হয়নি। দ্বিতীয় হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তাঁকে। সেটি না হলেও ব্যালন ডি’অরের রাতে বর্ষসেরা স্ট্রাইকারের পুরস্কার জিতেছেন বায়ার্ন মিউনিখের লেভানদোভস্কি। ব্যালন ডি’অর অ্যাওয়ার্ডে এবারই প্রথম বর্ষসেরা স্ট্রাইকারের পুরস্কার দেওয়া শুরু হয়েছে। আর প্রথমবারই জিতেছেন এই পোলিশ স্ট্রাইকার। প্যারিসে গত সোমবার দিবাগত রাতে জমকালো অনুষ্ঠানে সেরা স্ট্রাইকারের পুরস্কার দেওয়া হয় লেভানদোভস্কিকে। ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত পাঁচজনের তালিকায় মেসির সঙ্গে ছিলেন রবার্তো লেভানদোভস্কি, জর্জিনিও, করিম বেনজেমা ও এনগোলো কন্তে। এই পাঁচ খেলোয়াড়ের মধ্যে সাংবাদিকদের সর্বোচ্চ ভোট পেয়ে পুরস্কারটি জেতেন মেসি। দ্বিতীয় হয়েছেন বায়ার্ন মিউনিখের পোলিশ স্ট্রাইকার লেভানদোভস্কি। তৃতীয় হয়েছেন চেলসির ইটালিয়ান মিডফিল্ডার জর্জিনিও। পাঁচবার ব্যালন ডি’অর জেতা ক্রিস্টিয়ানো রোনালদো এবার ষষ্ঠ হয়েছেন। নারী ফুটবলে এই বছরের ব্যালন ডি’অর জিতেছেন আলেকজিয়া পুতেয়াস। গত মৌসুমটা বার্সেলোনার হয়ে দারুণ খেলেছেন তিনি। তাইতো পুরস্কারও উঠল তাঁর হাতে।