November 29, 2023

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, November 3rd, 2021, 8:25 pm

বর-কনে সাজে মোশাররফ-জুঁইয়ের ছবি ভাইরাল

অনলাইন ডেস্ক :

জনপ্রিয় তারকা দম্পতি মোশাররফ করিম ও রোবেনা রেজা জুঁই একাধিকবার স্বামী-স্ত্রী হিসেবে অভিনয় করেছেন। এবার তেমনই একটি কাজের জন্য তারা সেজেছেন বর-কনে। আর সেই ছবিটাই নেট দুনিয়ায় সয়লাব। প্রিয় জুটিকে এমন সাজে দেখে মুগ্ধতা প্রকাশ করছেন সহকর্মী ও ভক্তরা। একজন লিখেছেন, ‘ভালোলাগা ও ভালোবাসার মানুষ শুভকামনা রইল সবসময়। সৃষ্টিকর্তা আপনাদের দুজনকে সবসময় সুখে রাখুক।’ অভিনেত্রী মনিরা মিঠু লেখেন, ‘ভাবি, তোমাকে একদম নতুন বউয়ের মতোই লাগছে।’ অবশ্য অনেকে মোশাররফ করিম-জুঁইয়ের সত্যিকারের বিয়ের ছবি ভেবেছেন। তবে জানা গেলো, সম্প্রতি নির্মিত একটি নাটকের স্থিরচিত্র এগুলো। এর নাম ‘নায়ক’। সারওয়ার রেজা জিমি রচিত নাটকটি নির্মাণ করেছেন তুহিন হোসেন। তুহিন বলেন, ‘সম্প্রতিই এর কাজ করেছি। এতে বাস্তব জীবনের দম্পতিকেই পর্দায় দেখা যাবে।’ নাটকটি প্রযোজনা করেছে টেলিহোম। এটি শিগগিরই একটি বেসরকারি টেলিভিশনে প্রচার হবে।