September 26, 2023

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, January 5th, 2022, 8:02 pm

বলিউডের সিনেমায় আসছেন আল্লু অর্জুন?

অনলাইন ডেস্ক :

দক্ষিণ ভারতীয় সিনেমার স্টাইলিশ সুপারস্টার আল্লু অর্জুন। তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে গত ২০ বছর ধরে অভিনয় করছেন। শুধু দক্ষিণের মানুষজন তার ভক্ত নয়, পুরো ভারতজুড়ে অর্জুনের অগণিত ভক্ত রয়েছে। বাংলাদেশেও তার ভক্তের কমতি নেই। আল্লু অর্জুনের সিনেমা মানেই হাউজফুল ব্যবসা। তার ভক্তদের মধ্যে উৎসব নেমে আসে। সম্প্রতি ‘পুষ্পা: দ্য রাইজ’ মুক্তির পরই তা রীতিমত ঝড় তুলেছে। বক্স অফিসে করেছে একের পর এক রেকর্ড। সেই স্টাইলিশ সুপারস্টার এবার আসতে চলেছেন বলিউডের সিনেমায়। পিটিআইকে এই অভিনেতা বলেন, একবার হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে ডাক পেয়েছিলেন। তবে মনের মতো স্ক্রিপ্ট না হওয়ায় কাজ করার সুযোগ হয়নি। তিনি আশা করছেন খুব শিগগিরই বলিউডে পা রাখতে পারবেন। বেশ কিছু ভালো চিত্রনাট্যে কাজের প্রস্তাব রয়েছে তার কাছে। তিনি আরও বলেন, ‘অনেক সাহসের প্রয়োজন নতুন একটি জগতে কাজ করতে গেলে। ঝুঁকিও থাকবে, তবে দর্শকদের ভালোবাসা থাকলে সবই জয় সম্ভব।’ হিন্দি সিনেমাতে নিজেকে তুলে ধরতে চান। তবে দিয়েছেন কিছু শর্ত। আল্লু বলেন, ‘নায়কের চরিত্রে শুধু আমিই থাকব। দ্বিতীয় কোনো বড় তারকার উপস্থিতি থাকবে না। এটি সিনেমার নির্মাতারাও ভালো করে জানেন। আমার মতে এটি সিনেমারই ক্ষতি।’