অনলাইন ডেস্ক :
চলতি বছরেই বলিউডে অভিষেক হতে যাচ্ছে সুপারস্টার শাহরুখ খানের কন্যা সুহানা খানের। ঘটনা সত্যি হলে পরিচালক জোয়া আখতারের রোমান্টিক কমেডি ‘আর্চিতে’ ভারতীয় সংস্করণে অভিনয় করবেন সুহানা খান।
অভিনয়ে সুহানা অবশ্য নতুন নন। তিনি এর আগে লন্ডনে জনপ্রিয় ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’ নাটকে অভিনয় করেছেন। এছাড়া ১০ মিনিটের একটি স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র ‘দ্য গ্রে পার্ট অব ব্লু’তেও অভিনয় করে নজর কড়েছেন।
২১ বছর বয়সী সোহানার চলচ্চিত্রে আগ্রহ থাকলেও তিনি একজন ফুটবল পাগল।
সুহানার বাবা শাহরুখ খান বলিউডের সবচেয়ে প্রতিভাবান তারকাদের একজন। ‘কিং খান’ নামে পরিচিত ২৫ বছরের ক্যারিয়ারে ৮০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি।
শাহরুখ খান ১৯৯৫ সালে দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে অভিনয়ের মাধ্যমে খ্যাতি অর্জন করেন। এটি ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম সফল চলচ্চিত্র। ছবিটির শুটিং হয়েছে ভারত ও ইউরোপে।
তার অন্যান্য সফল সিনামগুলোর মধ্যে রয়েছে দিল তো পাগল হ্যায় (১৯৯৭), কুছ কুছ হোতা হ্যায় (১৯৯৮) এবং দেবদাস (২০০২)।
৫৫ বছর বয়সী শাহরুখ খান এখন অনেক টিভি শো অ্যাঙ্কর করেছেন। এছাড়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেট দল কলকাতা নাইট রাইডার্সের মালিক।
শাহরুখের মোট সম্পদ ৭০০ মিলিয়ন মার্কিন ডলার। কাস্টিউম ডিজাইনার ও ভারতের নারী চলচ্চিত্র প্রযোজক গৌরী খানকে বিয়ে করেছেন তিনি। সুহানা ছাড়াও তাদের দুই ছেলে রয়েছে।
আরও পড়ুন
তিন সিনেমা মুক্তির অপেক্ষায় তুষি
ভিসা জটিলতায় চার যৌথ সিনেমা
নারী নিরপত্তায় কড়া পদক্ষেপ চান: রুক্মিণী