September 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, August 26th, 2021, 6:18 pm

বলিউডে ছাড়পত্র পেল ‘রোহিঙ্গা’

অনলাইন ডেস্ক :

‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০’ বিজয়ী তানজিয়া জামান মিথিলা। ভারতীয় পরিচালক হায়দার খানের ‘রোহিঙ্গা’ ছবিতে অভিনয় করেছেন মিথিলা। গত বছরই ‘রোহিঙ্গা’র শুটিং-ডাবিং ও সম্পাদনার কাজ শেষ হয়। ফেব্রুয়ারিতেই জমা পড়ে ভারতের সেন্সর বোর্ডে। দীর্ঘদিন পর ২৩ আগস্ট ছাড়পত্র পেয়েছে ‘রোহিঙ্গা’। নিশ্চিত করেছেন মিথিলা। তিনি বলেন, ‘১৩টি দৃশ্য কর্তন সাপেক্ষে ছবিটি ছাড়পত্র পেয়েছে। যেহেতু রোহিঙ্গা ইস্যু নিয়ে ছবিটি, এখানে রাজনৈতিক অনেক বিষয় আছে। আন্তর্জাতিক অনেক বিষয়ও উঠে এসেছে। ফলে সেন্সর বোর্ড ছবিটির ব্যাপারে প্রথম থেকেই সচেতন ছিল। তাদের কাছে যে বিষয়গুলো আপত্তিকর মনে হয়েছে সেগুলো কর্তন করেছে। একটা ছবির ১৩টা দৃশ্য কর্তন হলে আর কী-ই বা থাকে! তার পরও বলিউডে আমার অভিষেক ঘটতে যাচ্ছেÑএটা ভেবেই শান্তি লাগছে।’ ‘রোহিঙ্গা’-তে ‘হুসনে আরা’ চরিত্রে অভিনয় করেছেন মিথিলা। মিস ইউনিভার্স হওয়ার স্বপ্ন নিয়ে যুক্তরাষ্ট্র যাওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে মূল প্রতিযোগিতা থেকে মডেল তানজিয়া জামান মিথিলার নাম প্রত্যাহার করে নেয় মিস ইউনিভার্স বাংলাদেশ কর্তৃপক্ষ। প্রায় দশ হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে মিস ইউনিভার্স বাংলাদেশ বিজয়ী হয়েছেন মাগুরার মেয়ে মিথিলা; গত ৩ এপ্রিল আনুষ্ঠানিকভাবে তার মাথায় বিজয়ীর মুকুট তুলে দেওয়া হয়। ১৬ মে থেকে ৬৯তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার মূল আয়োজন বসে যুক্তরাষ্ট্রে; প্রতিযোগীদের ৫ মে’র মধ্যে উপস্থিত থাকার কথা ছিল। প্রতিযোগিতায় অংশ নিতে ‘বিউটিফুল বাংলাদেশ’ শীর্ষক একটি ভিডিওচিত্র, ব্যক্তিগত কিছু ভিডিওচিত্র ও ন্যাশনাল কস্টিউম বানানোর আবশ্যক হলেও দেশে লকডাউনের কারণে কিছু সম্ভবপর হয়নি বলে জানান মিথিলা।