অনলাইন ডেস্ক :
রায়ান গসলিং মানেই অ্যাকশনের মোড়কে বিরতিহীন কমেডি। আর হলিউডের এই রতন ঠিকই চিনেছেন ভারতের আরেক তুখোড় অভিনেতাকে। নেটফ্লিক্সে ২২ জুলাই মুক্তি পেতে যাওয়া ‘দ্য গ্রে ম্যান’-এ রায়ানের সহ-অভিনেতা হিসেবে আছেন ধানুশ। টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে রায়ান বললেন, ‘পর্দায় ধানুশের উপস্থিতি অসাধারণ। সে খুব আমুদে প্রকৃতির। কাজের প্রতি তার আনুগত্য দেখার মতো। আমি চাইলেও তাকে পছন্দ না করে থাকতে পারবো না। সে একেবারে নিখুঁত। ভুলচুক করেই না।’ রায়ান গসলিংয়ের কাছে ইন্ডিয়া টুডে জানতে চেয়েছিল ভারতীয় কোনও ছবিতে তার কাজ করার ইচ্ছে আছে কিনা। যথারীতি হড়বড় করে রায়ান বলতে শুরু করলেন, ‘অবশ্যই চাই। সত্যিই চাই। আপনি যদি কষ্ট করে একটু কারও সঙ্গে পরিচয় করিয়ে দিতেন..। আমি আলবৎ আছি। বলুন কবে শুরু করবো। রুসোর (গ্রে ম্যানের পরিচালক) সঙ্গে কথা বলে দেখতে পারি। একটা না একটা ব্যবস্থা হবেই।’ সূত্র: বলিউড হাঙ্গামা
আরও পড়ুন
অনন্তর সিনেমা নিয়ে মিশার মন্তব্য কতটা যৌক্তিক?
ব্যক্তিগত ছবি নিয়ে অনুরোধ করলেন জ্যাকলিন
এ বছরই মুক্তি পাচ্ছে ‘নেত্রী: দ্য লিডার’