October 6, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, April 12th, 2022, 5:13 pm

বল হাতে মাঠে নামছেন আনুশকা

অনলাইন ডেস্ক :

মা হওয়ার পর প্রথম ছবি বায়োপিক ‘চাকদহ এক্সপ্রেস’-এ ঝুলন গোস্বামী হয়ে দৌড় শুরু করেছেন অভিনেত্রী আনুশকা শর্মা। একে একে ছুটে যাবেন বিশ্বের চার শীর্ষ ক্রিকেট স্টেডিয়ামে। চার স্টেডিয়ামেই চলবে শুট। জানা গেছে, ব্রিটেনের লর্ডস স্টেডিয়াম থেকে সফর শুরু। তার পর যুক্তরাজ্যের হেডিংলি স্টেডিয়াম হয়ে আনুশকা যাবেন ইয়র্কশায়ারের এক স্টেডিয়ামে। ইয়র্কশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবের সঙ্গে সদ্য ব্যবসায়িক চুক্তি করেছে আনুশকার ভাই কর্ণেশ শর্মার প্রযোজনা সংস্থা ‘ক্লিন স্লেট ফিল্মস’। অতএব সেখানকার বিখ্যাত মাঠে আনুশকার বোলিং দৃশ্য যে থাকবেই, তা সহজেই অনুমান করা যায়। তবে সবটাই অন্য দেশে নয়, ভারতেও চলবে ছবির শুটিং। ভারতের এক গুরুত্বপূর্ণ স্টেডিয়ামেও খেলতে দেখা যাবে ঝুলনরূপী আনুশকাকে। ভারতের নদিয়ার চাকদহে নিম্নবিত্ত পরিবারের মেয়ে ঝুলন। অভাব, ক্রীড়াজগতে নানা বাধার সঙ্গে সঙ্গে লড়াই করে ভারতীয় নারী ক্রিকেট দলে জায়গা করে নিয়েছিলেন। ফাস্ট বোলিংয়ে দুরন্ত সাফল্যের পর দলের অধিনায়ক। ঝুলনের জয়যাত্রা রীতিমতো অনুপ্রেরণা জোগায়। সেই ভূমিকায় অভিনয় আনুশকার কাছেও বড় চ্যালেঞ্জ। তাই মাঠে নেমে, ঘাম ঝরিয়ে, বল হাতে নিজেকে ঝুলনের চরিত্রের মানানসই করে তুলতে চাইছেন ‘সুলতান’-এর নায়িকা। এর আগে শেষ বার ‘জিরো’ ছবিতে শাহরুখ খান এবং ক্যাটরিনা কাইফের সঙ্গে দেখা গিয়েছিল তাকে। কর্ণেশ ফিল্মসের প্রযোজনায় ২০১৮ সালে আনুশকার ‘পরি’ ছবিটি সাফল্য পেয়েছিল। প্রশংসা কুড়িয়েছিল তার অভিনয়। কর্ণেশ জানান, দর্শক মহলে আনুশকার জনপ্রিয়তা বরাবরই বেশি। তাই নিজেদের প্রযোজনায় দ্বিতীয় ছবি ‘চাকদহ এক্সপ্রেস’ও দর্শকের মন ছুঁয়ে যাবে বলেই তার আশা। ঝুলন গোস্বামীর মতো বড় মাপের ক্রীড়াবিদের জীবন ঘিরে আগ্রহ তো আছেই!