অনলাইন ডেস্ক :
নির্বাচনের ব্যাপারে আবারও নিজের অঙ্গীকার জানালেন মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইং। রোববার এক বক্তব্যে তিনি জানান, বহুদলীয় ব্যবস্থায় নির্বাচন আয়োজনে প্রস্তুত তার সরকার। আসিয়ানের প্রস্তাবিত যে কোন দূতের সঙ্গে কাজ করতেও আগ্রহী তারা। সামরিক অভুত্থানের মাধ্যমে ক্ষমতা গ্রহণের ছয়মাস পূর্ণ করার পর দেশটির টেলিভিশনে দেয়া এক বক্তব্যে একথা জানান তিনি। এদিকে, দেশটিতে সহিংসতা বন্ধ করা সহ জান্তা সরকার ও বিরোধী দলগুলোর মধ্যে আলোচনা চালিয়ে নিতে বিশেষ দূত নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে আসিয়ান। চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে সোমবার বৈঠকে বসবেন জোটের পররাষ্ট্রমন্ত্রীরা। এর আগে, ফেব্রুয়ারির শুরুতে নির্বাচনে কারচুপির অভিযোগে গণতান্ত্রিক সরকারকে সরিয়ে সামরিক অভুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী।
আরও পড়ুন
ভারতে পাওয়া গেলো ৪ হাজার বছর পূর্বের তামার অস্ত্র
মাদকের উৎপাদন বাড়বে, সতর্ক করল জাতিসংঘ
মেক্সিকোতে মাদককারবারিদের গুলিতে ৬ পুলিশ নিহত