চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নে বসতঘরে আগুন লেগে দুই শিশু মারা গেছে। সোমবার (৭ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে উপজেলার সরল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম কাহারঘোনার আব্দুর সমদ মাঝির বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতরা হলো মিনহাজ উদ্দিন (১২) ও রুহি আক্তার (৩)। তারা ওই ইউনিয়নের মো. ইদ্রিসের সন্তান।
বাঁশখালী থানার উপপরিদর্শক (এসআই) দীপক কুমার সিংহ বলেন, সরল ইউনিয়নের এক বাড়িতে আগুনে দুই শিশু মারা যাওয়া ঘটনা শুনেছি। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে গেছে।
বাঁশখালী ফায়ার সার্ভিসের টিম লিডার নুরুল বাশার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছি। ততক্ষণে বসতঘরসহ দুই শিশু পুড়ে মারা যায়।
—ইউএনবি
আরও পড়ুন
মোটরসাইকেল দুর্ঘটনায় দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে নিহত ও পঙ্গু হওয়া সংখ্যা
গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের লাঠিচার্জ
সিরাজগঞ্জে তরুণের বস্তাবন্দি লাশ উদ্ধার