October 13, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, November 13th, 2023, 8:08 pm

বাংলাদেশকে বিদায় জানালেন ডোনাল্ড

অনলাইন ডেস্ক :

চুক্তি শেষ হওয়ার আগেই বাংলাদেশকে বিদায় বলে দিয়েছেন পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ শেষেই নিজ দেশ দক্ষিণ আফ্রিকায় ফিরে গিয়েছেন তিনি। বাংলাদেশের দায়িত্বে থাকা অবস্থায় পেসারদের উন্নতির বড় ভূমিকা পালন করেছিলেন ডোনাল্ড। টাইগার পেসারদের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়েছিল তার। তারই অংশ হিসেবে হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছিলেন তারা। পারিবারিক কারণে শীর্ষ্যদের ছেড়ে গেলেও শীর্ষ্যরা তাকে ছাড়েনি সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে।

দেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ডোনাল্ড বলেন, ‘কোনো কোচ বকা দিয়ে কাজ আদায় করে। কোনো কোচ বন্ধুত্ব দিয়ে। আমি দ্বিতীয় সারির লোক। আমার কাছে বন্ধুত্ব মানেই সব। ওরা আমার বন্ধু হয়ে গিয়েছিল। আমাদের পেসারদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। ওদের সঙ্গে নিত্যদিনের কাজ, সামনের পরিকল্পনা এসব নিয়ে কথা হয় প্রতিনিয়ত। সেখানে আমরা মজা করি। সিরিয়াস কথা বলি। এটাই তো বন্ধুত্ব।’ তিনি আরও বলেন, ‘স্বাভাবিকভাবেই ওরা (পেসাররা) যখন এটা আমার কাছে পেয়ে এসেছে, ওরা যখন বন্ধু হারাচ্ছে কষ্ট তো পাবেই। আমি তো তাদের দূরের কেউ নই। হোয়াটসঅ্যাপ গ্রুপে যখন ওদের থেকে বিদায় নিচ্ছিলাম, ওরা বলছিল, গ্রুপটা থাকুক।

বিদায় নিতে হবে কেন? আড্ডা, খোঁজ খবর রাখার জন্য গ্রুপটা থাকুক। সেদিনই আমার মনটা ভরে গিয়েছিল। ওরা হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আমাকে ছাড়েনি। আমাকে বুঝিয়ে দিয়েছে, আমাদের সম্পর্কটা পেশাদারিত্বের থেকেও বেশি কিছু।’