October 12, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, June 14th, 2022, 7:47 pm

বাংলাদেশি গানে বলিউডের জনপ্রিয় কণ্ঠশিল্পী

অনলাইন ডেস্ক :

বাংলাদেশের গান অর্থাৎ বাংলাদেশি গীতিকারের গানে কণ্ঠ দিলেন বলিউডের জনপ্রিয় কণ্ঠশিল্পী অলকা ইয়াগনিক। গানটির শিরোনাম ‘বিরহের বরষা। ’ গানটি লিখেছেন ঢাকার গীতিকার সহিদুর রহমান। গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন দেশীয় মিউজিক ইন্ডাস্ট্রির পরিচিত মুখ রাজন সাহা। সম্প্রতি গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। ‘বিরহের বরষা। ’গানটি পয়লা আষাঢ় অবমুক্ত করা হবে দেশীয় ইউটিউব চ্যানেলে। সম্প্রতি গানের ভিডিও তৈরি হয়েছে। সিনেআর্টের ব্যানারে এটি পরিচালনা করেছেন সুবব্রত সরকার। এই গান প্রসঙ্গে সহিদুর রহমান বলেন, ‘বর্ষা আমার প্রিয় ঋতু। তাই সেই বিষয়টিকে গুরুত্ব দিয়ে এই গান লিখেছি। কেমন হয়েছে তা শ্রোতারাই ভালো বলতে পারবেন। তবে আমার গানে আন্তর্জাতিক ভাবে সমাদৃত অলকা ইয়াগনিক কণ্ঠ দিয়েছেন, এটি আমাকে নতুন গান লেখায় প্রেরণা যোগাবে। আমি নিয়মিত গান লিখে যাব। ’রাজন সাহা বলেন, দারুণ একটি কাজ হয়েছে। বলা যায় কথা সুর, সঙ্গীত ও কণ্ঠের দারুণ সমন্বয় ঘটেছে। গানটি মুক্তি পেলেই শ্রোতারা সহজ করে নেবেন। জানালেন, পয়লা আষাঢ় স্টুডিও জয়ার ইউটিউব চ্যানেলসহ সব ডিজিটাল প্লাটফর্মে এক যোগে প্রকাশ হবে এই গান। শহিদুর রহমান এর আগে ন্যান্সী, রাজীব, বাঁধন মোদক, মৌমিতা বড়ুয়া, ডলি আক্তার, সুহেল রানাসহ অনেকের জন্য গান লিখেছেন। বিদেশী শিল্পীদের তার লেখা গান গেয়েছেন ভারতের নচিকেতা, শুভমিতা ব্যানার্জি, রাঘব চ্যাটার্জি, জুবিন গার্গ।