October 14, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, December 1st, 2022, 7:48 pm

বাংলাদেশি পরিচালকের সিনেমায় জিৎ

অনলাইন ডেস্ক :

কলকাতার সুপারস্টার ও জনপ্রিয় অভিনেতা জিৎ-এর জন্মদিন ছিলো বৃহস্পতিবার (১লা ডিসেম্বর)। এ দেশেও প্রচুর ভক্ত রয়েছে তার। জন্মদিনে তাই বাংলাদেশের নির্মাতা সঞ্জয় সমাদ্দারকে সঙ্গী করে, দিলেন নতুন সিনেমার ঘোষণা। জিৎ-এর নতুন ছবি ‘মানুষ’-এর পরিচালক বাংলাদেশের পরিচালক সঞ্জয় সমাদ্দার। এরই মধ্যে সকল চুক্তি চূড়ান্ত হয়েছে বলে কলকাতা থেকে জানিয়েছেন এই নির্মাতা। তিনি জানান, বড় বাজেটের এই ছবিতে প্রযোজক হিসেবে আছেন জিৎ নিজেই। তার সঙ্গে আছেন গোপাল মান্দানি ও অমিত জুমরানি। জিৎ তার ভেরিফায়েড ফেসবুক পেজে সিনেমাটির ঘোষণা দিয়ে বৃহস্পতিবার (১লা ডিসেম্বর) সন্ধ্যায় একটি পোস্ট করেছেন। সিনেমাটি প্রসঙ্গে কলকাতা থেকে সঞ্জয় সমাদ্দার বলেন, ‘বেশ কিছুদিন ধরে কথা হচ্ছিল। সব কিছু ফাইনাল হলো। তবে এখনো নায়িকা চূড়ান্ত হয়নি। খুব দ্রুত নায়িকা চূড়ান্ত করে শুটিং শুরু করব। আশা করছি আগামী বছর ছবিটি মুক্তি দিতে পারব।’ সঞ্জয় নিশ্চিত করেন, এটি যৌথ প্রযোজনার কোনো সিনেমা নয়, এখানে তিনি একজন পরিচালক হিসেবেই কাজ করবেন।