October 11, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, September 29th, 2023, 7:13 pm

বাংলাদেশি শিক্ষার্থী ইরফানের মৃত্যুর তদন্ত করছে মালয়েশিয়া পুলিশ

মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় তদন্ত করছে মালয়েশিয়া পুলিশ। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দেশটির রাজধানী কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশ হাইকমিশনের চিঠি পাঠানোর পর তদন্ত করার কথা জানিয়েছে সারাওয়াক প্রদেশের পুলিশ।

মালয়েশিয়ার সারাওয়াক প্রদেশের কুচিং শহরে অবস্থিত সুইনবার্ন ইউনিভার্সিটি অব টেকনোলজির ব্যবস্থাপনা বিভাগের বাংলাদেশি শিক্ষার্থী ইরফান সাদিক ১৮ সেপ্টেম্বর মারা যান।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইরফানের পরিবার এর আগে ময়নাতদন্ত এবং তদন্ত না করার লিখিত অনুরোধ করে। এজন্য হাসপাতালের মৃত্যুর প্রতিবেদনের ভিত্তিতে মামলাটি বন্ধ করে দেয় মালয়েশিয়ার পুলিশ।

পরে পরিবারের পক্ষ থেকে পুনরায় তদন্তের কথা বলা হলে বিষয়টির গুরুত্ব বিবেচনায় বাংলাদেশ হাইকমিশন মৃত্যুর ঘটনাটি পুনরায় তদন্ত করার জন্য মালয়েশিয়ার সরকারকে লিখিত অনুরোধ জানায়।

এরপর তদন্তের সিদ্ধান্ত নেয় সারাওয়াক রাজ্যের পুলিশ কর্তৃপক্ষ।

—-ইউএনবি