September 17, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, July 17th, 2023, 8:07 pm

বাংলাদেশেও মুক্তি পাচ্ছে ‘ওপেনহেইমার’

অনলাইন ডেস্ক :

এই মুহুর্তে ‘ওপেনহেইমার’ জ্বরে  ভুগছেন বিশ্বের সিনেমাপ্রেমীরা। পারমাণবিক বোমার জনক জে রবার্ট ওপেনহেইমারকে নিয়ে এই সিনেমা নির্মাণ করেছেন খ্যাতিমান নির্মাতা ক্রিস্টোফার নোলান। যদিও বায়োপিক নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিতে তৈরি ‘ওপেনহেইমার’; পারমাণবিক বোমার বিপ্লবী সৃষ্টি এবং এর উৎক্ষেপণের পরের গল্প বলবে দর্শকদের। যা বিশ্বব্যাপী উপভোগ করা যাবে ২১ জুলাই থেকে। সিনেমাটি নিয়ে বাংলাদেশি ক্রিস্টোফার নোলান ভক্তদের আগ্রহের পারদ চড়া। ফেসবুকে সিনেমাটি বাংলাদেশে মুক্তির জন্য খোলা হয়েছে একাধিক ইভেন্টও।

বাংলাদেশে কী একই দিনে মুক্তি পাচ্ছে বিশ্বব্যাপী আলোচিত সিনেমাটি? হলিউড সিনেমা আমদানিকারক প্রতিষ্ঠান স্টার সিনেপ্লেক্স এ প্রসঙ্গে এখনই গণমাধ্যমে আনুষ্ঠানিক মন্তব্য করতে রাজি নয়। তবে দেশের বৃহত্তম মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সে একটি সূত্র জানিয়েছে, এরইমধ্যে সিনেমাটি আমদানি করেছে প্রতিষ্ঠানটি। ২১ জুলাই থেকে বাংলাদেশে দেখানোর চেষ্টা চলছে। সেই সিদ্ধান্ত জানা যাবে আজ মঙ্গলবার, এরপরই আনুষ্ঠানিক ঘোষণা দেবে প্রতিষ্ঠানটি। ‘ওপেনহেইমার’ নির্মিত হয়েছে ১০০ মিলিয়ন ডলার বাজেটে। প্রযোজনা করেছেন এমা থমাস, চার্লস রবেন ও ক্রিস্টোফার নোলান। সিনেমাটি বিশ্বজুড়ে পরিবেশনা করছে ইউনিভার্সাল পিকচারস।