October 8, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, August 5th, 2021, 8:04 pm

বাংলাদেশের কন্ডিশন দেশের বাইরে সবচেয়ে কঠিন : হেনরিকস

ফাইল ছবি

অনলাই ডেস্ক :

বাংলাদেশ দল যখন অস্ট্রেলিয়া-ইংল্যান্ড-নিউজিল্যান্ড সফরে যায়, তখন গতি আর ভয়ংকর সব শর্টবলে বিধ্বস্ত হতে হয়। আবার তারা যখন উপমহাদেশে আসে, তখন স্পিনের জালে নাজেহাল হয়। অস্ট্রলিয়ানদের কাছে উপমহাদেশ খুব পরিচিত হওয়ারই কথা। কারণ প্রতি বছরই আইপিএলসহ বিভিন্ন সিরিজ মিলিয়ে অনেকটা সময় তারা ভারতে থাকে। তাই কন্ডিশন পরিচিত। অথচ, মোইজেস হেনরিকস বললেন, দেশের বাইরে তাদের কাছে বাংলাদেশের কন্ডিশনই সবচেয়ে কঠিন। মিরপুরের ঘূর্ণি উইকেটে এসে হিমশিম খাচ্ছে বিশ্ব ক্রিকেটের পরাশক্তি অস্ট্রেলিয়া। এ ছাড়া মুস্তাফিজের বল তারা কেউ বুঝতেই পারছেন না। বৃহস্পতিবার ভার্চুয়াল প্রেস কনফারেন্সে হেনরিকস বলেন, ‘আমি আইপিএলে ৬০টির মত ম্যাচ খেলেছি অথচ এখানকার উইকেট সবচেয়ে অচেনা লাগছে। আমাদের অনেক মানিয়ে নিতে হবে এবং তা যত তাড়াতাড়ি সম্ভব। এখানে আমাদের ঘাটতি ধরা পড়ছে এটা ভালো, কারণ এর চেয়ে কঠিন কন্ডিশন অস্ট্রেলিয়ার বাইরে হতে পারে না। টানা দুই ম্যাচ হারের পেছনে বাংলাদেশকে কৃতিত্ব দিয়ে হেনরিকস আরও বলেন, ‘সত্যি বলতে আজ আমার মনে হয়েছে ওরা আমাদের চেয়েও দক্ষ। তাদের ক্রিকেটীয় জ্ঞান হয়তো আমাদের চেয়ে ভালো ছিল। কারণ এমন উইকেটে ওরা আমাদের চেয়ে বেশি খেলে। আমাদের তরুণ একটি দল এখানে এসেছে যারা ভবিষ্যতে অস্ট্রেলিয়ার হয়ে অনেক ম্যাচ খেলবে। তারা যদি এই কন্ডিশনে ভালো করার উপায় খুঁজে বের করতে পারে, তাহলে ঘরের বাইরে এত কঠিন কন্ডিশনের মুখোমুখি হতে হবে না।’