বাংলাদেশের ছয় ছাত্রনেতার ভিসা নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে ভারত।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, ‘এগুলো ভুয়া খবর।’
ঢাকায় ভারতীয় হাইকমিশনের একটি সূত্র জানিয়েছে, এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
বাংলাদেশের ছয় ছাত্রনেতার ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারত- এমন খবর কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
প্রতিবেদনে দাবি করা হয়েছে, ‘জনগণের মধ্যে ভারতবিরোধী উসকানি দেওয়া’ এবং ভারতের জাতীয় স্বার্থের পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
—-ইউএনবি
আরও পড়ুন
রাজধানীতে ঈদে মিলাদুন্নবী (স) উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ
১ জুলাই-১৫ আগস্ট পর্যন্ত মানবাধিকার লঙ্ঘনের তথ্য জমা দেওয়ার আহ্বান জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং দলের
সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর গ্রেপ্তার