November 11, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, January 9th, 2024, 7:38 pm

বাংলাদেশের নির্বাচন অবাধ বা সুষ্ঠু হয়নি: যুক্তরাষ্ট্র

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, রবিবারের নির্বাচন যে ‘অবাধ বা সুষ্ঠু ছিল না’ তা যুক্তরাষ্ট্র অন্যান্য পর্যবেক্ষকদের সঙ্গে অভিন্ন মত পোষণ করে এবং তারা দুঃখিত যে সব দল এতে অংশগ্রহণ করেনি।

সোমবার (৮ জানুয়ারি) ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, রাজনৈতিক বিরোধী দলের হাজার হাজার সদস্যের গ্রেপ্তার এবং নির্বাচনের দিন নানা অনিয়মের প্রতিবেদনে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণ এবং গণতন্ত্র, শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য তাদের আকাঙ্ক্ষাকে সমর্থন করে।

মিলার বলেন, যুক্তরাষ্ট্র দেখেছে- ২০২৪ সালের ৭ জানুয়ারির সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন জিতেছে আওয়ামী লীগ।

তিনি বলেন, ‘সামনের দিনগুলোতে অবাধ, উন্মুক্ত ইন্দো-প্যাসিফিকের জন্য অভিন্ন দৃষ্টিভঙ্গিকে এগিয়ে নিতে, বাংলাদেশে মানবাধিকার ও সুশীল সমাজের সমর্থনে, জনগণের সঙ্গে জনগণের এবং অর্থনৈতিক সম্পর্ককে আরও গভীর করতে বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ।’

মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র নির্বাচনের দিন ও এর আগের মাসগুলোতে সংঘটিত সহিংসতার নিন্দা জানায়।

মিলার বলেন, ‘আমরা বাংলাদেশ সরকারকে সহিংসতার প্রতিবেদন বিশ্বাসযোগ্যভাবে তদন্ত এবং অপরাধীদের জবাবদিহি করতে উৎসাহিত করি। আমরা সকল রাজনৈতিক দলকে সহিংসতা পরিহার করার আহ্বান জানাই।’

—–ইউএনবি