October 11, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, September 27th, 2024, 2:36 pm

বাংলাদেশের সংস্কার অভিযানে ইউরোপের সমর্থনের ওপর আস্থা রাখুন: ইউনূসকে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক :

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে আশ্বস্ত করে বলেছেন, সংস্কার অভিযানে ‘বাংলাদেশ ইউরোপের সমর্থনের ওপর নির্ভর করতে পারে’।

বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে অধ্যাপক ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তিনি বলেন, ‘গ্লোবাল গেটওয়ের আওতায় স্থিতিশীল প্রবৃদ্ধি ও অবকাঠামো উন্নয়নেও আমরা আপনাদের অংশীদার হিসেবে পাশে আছি।’

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট বলেন, ‘আসুন আমরা ৪০০ মিলিয়ন ইউরোর বাংলাদেশ নবায়নযোগ্য জ্বালানি সুবিধার সর্বোত্তম ব্যবহার করি।’

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক শফের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধান উপদেষ্টা।

এদিকে, জাতিসংঘ সদর দপ্তরে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে ন্যায়বিচার ও জবাবদিহির বিষয় নিয়ে আলোচনা করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটর করিম এ এ খান কেসি।