October 8, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, May 15th, 2022, 9:25 pm

বাংলাদেশের সাফল্যের গল্পের অংশ হতে চায় আমেরিকানরা: কেলি

আমেরিকানরা বাংলাদেশের সাফল্যের গল্পের অংশ হতে চায় বলে জানিয়েছেন দক্ষিণ এশিয়া ও জনকূটনীতি বিষয়ক মার্কিন উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রদূত কেলি কেইডারলিং।
এক প্রজন্মের ব্যবধানে বাংলাদেশের অভূতপূর্ব আর্থ-সামাজিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন রাষ্ট্রদূত কেলি।
তিনি বলেন, লাখো বাংলাদেশি দারিদ্র্য থেকে বেরিয়ে এসেছে এবং দেশটি এখন মধ্যম আয়ের দেশে প্রবেশ করেছে।
শুক্রবার ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস বাংলা নববর্ষ-১৪২৯ ও ঈদ পুনর্মিলনী অনেক উৎসাহ ও ধুমধাম করে উদযাপন করেছে। রবিবার এক বার্তায় এ তথ্য জানায় দূতাবাস।
সম্মানিত অতিথি হিসাবে কেলি এ অনুষ্ঠানে যোগ দেন।
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম স্বাগত বক্তব্য দেন।
দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের কূটনীতিক, মার্কিন সরকার ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ও বিপুল সংখ্যক বাংলাদেশি প্রবাসী আনন্দঘন এ অনুষ্ঠানে যোগ দেন।
বাংলাদেশের রাষ্ট্রদূত শহীদুল ইসলাম বাংলা নববর্ষ উদযাপনের বর্ণাঢ্য ইতিহাস বর্ণনা করে বলেন, পহেলা বৈশাখ বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ এবং জাতির সর্বজনীন উৎসব।
তিনি বলেন, ঈদুল ফিতর মুসলিম সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর সবচেয়ে বড় ধর্মীয় উৎসব।
রাষ্ট্রদূত ইসলাম বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাঙালি সমাজের অসাম্প্রদায়িক ও প্রগতিশীল নীতিকে সমুন্নত রাখতে অটল এবং তার দল আওয়ামী লীগ সমাজে ধর্মীয় উগ্রবাদের বিরুদ্ধে অবিরাম সমর্থন দিয়ে আসছে।

—-ইউএনবি