September 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, August 15th, 2024, 8:58 pm

বাংলাদেশের ৭ রাষ্ট্রদূতকে দেশে ফেরার নির্দেশ

প্রশাসনের চলমান পরিবর্তনের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র, রাশিয়া, জার্মানি, জাপান, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), সৌদি আরব ও মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের বিদেশে অবস্থিত মিশনগুলোর বর্তমান দায়িত্ব ছেড়ে দেশে ফিরতে বলা হয়েছে।

‘আপনাকে ঢাকায় বদলি করা হয়েছে’ উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে পৃথক বদলির আদেশ জারি করেছে।

সরকার শিগগিরই সেসব দেশে নতুন রাষ্ট্রদূত পাঠাবে এবং আরও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

রাষ্ট্রদূত কামরুল আহসান ২০২০ সালের ৫ জানুয়ারি মস্কোস্থ বাংলাদেশ দূতাবাসে যোগদান করেন।

মোহাম্মদ ইমরান ২০২২ সালের সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন।

শাহাবুদ্দিন আহমেদ জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং মোহাম্মদ আবু জাফর সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন।

চেক প্রজাতন্ত্র, কসোভো ও ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অব দ্য সি (আইটিএলওএস) অ্যাক্রেডিটেশন নিয়ে মোশাররফ হোসেন ভূঁইয়া ২০২০ সালের ২ অক্টোবর জার্মানির বার্লিনে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দূতাবাসে যোগদান করেন।

ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ২০২০ সালের আগস্ট থেকে সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন।

রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ মালদ্বীপে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন।

—–ইউএনবি