November 2, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, November 2nd, 2023, 7:08 pm

বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আহ্বান পুনর্ব্যক্ত জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের

জাতিসংঘ বাংলাদেশে ‘অবাধ ও সুষ্ঠু’ নির্বাচনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে। কারণ দেশটি কয়েক মাসের মধ্যে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক ১ নভেম্বর নিউইয়র্কে নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, ‘বাংলাদেশ সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রয়োজনীয়তা সম্পর্কে আমি মনে করি আমরা খুব স্পষ্টভাবে কথা বলেছি।’

তিনি বলেন, তারা এই সময়ের মধ্যে হয়রানি বা নির্বিচারে গ্রেপ্তার অথবা সহিংসতার বিরুদ্ধেও কথা বলেছে।

বাংলাদেশ সরকার বলেছে, পরবর্তী নির্বাচন ২০২৩ সালের শেষে বা ২০২৪ সালের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে। এটি ‘অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ’ হবে এবং কে অংশগ্রহণ করবে বা করবে না তা গুরুত্বপূর্ণ নয়।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার ১ নভেম্বর ওয়াশিংটনে পৃথক এক ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, ‘আমি বহুবার বলেছি, অবাধ ও সুষ্ঠু নির্বাচন সবার দায়িত্ব- সব রাজনৈতিক দল, ভোটার, সরকার, নিরাপত্তা বাহিনী, সুশীল সমাজ।’

তিনি বলেন, ‘বাংলাদেশের জনগণ নিজেদের জন্য যা চায় যুক্তরাষ্ট্রও তাই চায়, আর তা হলো- অবাধ, সুষ্ঠু নির্বাচন যেন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।’

—ইউএনবি