অনলাইন ডেস্ক :
বছরের শুরু থেকেই “পাঠান” সিনেমাকে কেন্দ্র করে বাংলাদেশে বলিউডের চলচ্চিত্র মুক্তি নিয়ে কম জটিলতা হয়নি। বেশ কয়েক বার তারিখ নির্ধারণের পরও শাহরুখ খানের “পাঠান” সিনেমার মুক্তির দিনক্ষণ পেছায়। শেষ পর্যন্ত গত ১২ মে সারাদেশে মুক্তি পায় অ্যাকশনধর্মী সিনেমাটি। মুক্তির তৃতীয় সপ্তাহে এখনও দেশের অনেক হলে সিনেমাটি চলছে। বলিউড সিনেমা মুক্তির ধারাবাহিকতায় এবার বাংলাদেশে আসছে সালমান খানের “কিসি কা ভাই কিসি কা জান”।
গত সপ্তাহে আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স এন ইউ আহম্মদ ট্রেডার্স সিনেমাটি আমদানির অনুমতি চেয়ে তথ্য মন্ত্রণালয়ে একটি আবেদনপত্র জমা দিয়েছিল। গত বুধবার সিনেমাটি বাংলাদেশে আনার অনুমতি দিয়েছে তথ্য মন্ত্রণালয়। আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স এন ইউ আহম্মদ ট্রেডার্সের পক্ষ থেকে বলা হয়, “কিসিকা ভাই কিসি কা জান” সিনেমা আমদানির বিপরীতে বাংলাদেশ থেকে অনন্য মামুন পরিচালিত “কসাই” সিনেমাটি ভারতে যাবে। হিন্দি সিনেমার আমদানি নিয়ে বেশ কয়েক মাস ধরেই পক্ষে-বিপক্ষে আলোচনা-সমালোচনা চলছিল। শেষ পর্যন্ত গত ১১ এপ্রিল শর্তসাপেক্ষে ভারতীয় উপমহাদেশীয় ভাষার চলচ্চিত্র আমদানির অনুমতি দেয় সরকার।
সাফটা চুক্তির আওতায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এ বছর ১০টি হিন্দি সিনেমা আমদানির অনুমতি দেয়। আগামী বছর দেশে ৮টি হিন্দি সিনেমা মুক্তি পাবে। এ বিষয়ে পাঁচ শর্ত দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রণালয়। এর মাধ্যমে দেশের প্রেক্ষাগৃহে হিন্দি সিনেমা প্রদর্শনের বাধা দূর হয়েছে। তবে মানতে হবে কয়েকটি শর্ত। এর মধ্যে একটি হলো- আমদানিকৃত ছবি ঈদ ও দুর্গাপূজায় মুক্তি দেওয়া যাবে না। গত ২১ এপ্রিল ভারতসহ বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে সালমান খানের “কিসি কা ভাই কিসি কা জান” সিনেমাটি। এর মাধ্যমে চার বছর পর আবারও ঈদে মুক্তি পায় বলিউড ভাইজানের সিনেমা।
মুক্তির পর সিনেমাটি ভারত থেকে শত কোটি রুপির বেশি আয় করেছে। এ ছবির মাধ্যমে সালমানের ১৬টি সিনেমা ১০০ কোটি রুপির ক্লাবে প্রবেশ করেছে। ফরহাদ সামঝি পরিচালিত “কিসি কা ভাই কিসি কা জান” সিনেমায় সালমানের বিপরীতে আছেন পূজা হেগড়ে। এ ছাড়া এতে আরও অভিনয় করেছেন “বিগ বস”-খ্যাত শেহনাজ গিল, পাঞ্জাবি গায়ক জ্যাসি গিল, সিদ্ধার্থ নিগম, পলক তিওয়ারি, রাঘব জুয়াল, দক্ষিণী সুপারস্টার ভেঙ্কটেশ, জাগপতি বাবু প্রমুখ। কিসি কা ভাই কিসি কা জান” সিনেমাটি এ বছরের শেষদিকে মুক্তি পাওয়ার কথা থাকলেও পরে তারিখ পরিবর্তন ঈদে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
আরও পড়ুন
ইউটিউব থেকে সরানো হলো শাকিবের ‘তুফান’
চিন্তিত অনন্যা পান্ডে
কনাকে নিয়ে সুখবর দিলেন আসিফ