September 13, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, November 4th, 2022, 8:26 pm

বাংলাদেশে জঙ্গিবাদ সম্পূর্ণ নিয়ন্ত্রণে: আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, দেশে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে। আমরা ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছি এবং জঙ্গিবাদ এখন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে।

শুক্রবার সুনামগঞ্জের ওয়েজখালীতে পুলিশ স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন,পার্বত্য চট্টগ্রামে জঙ্গিবাদ বিরোধী অভিযান চলছে।

তিনি আরও বলেন,‘আমরা কৌশলগত কারণে এ বিষয়ে কিছু বলতে চাই না। অভিযান শেষ হলে আমরা আপনাদের সবকিছু জানিয়ে দেব।’

আইজিপি বলেন, পুলিশ জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। জঙ্গিরা আত্মপ্রকাশের সঙ্গে সঙ্গে তাদের গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, ‘হলি আর্টিসান ট্র্যাজেডির পর দেশে আর কোনও বড় জঙ্গি হামলা হয়নি।’

আইজিপি আরও বলেন,পর্যটকরা যাতে নিরাপদে তাদের পছন্দের স্থানগুলোতে যেতে পারেন, সেজন্য সুনামগঞ্জে ট্যুরিস্ট পুলিশ প্রতিষ্ঠার কাজ করা হবে।

—-ইউএনবি