December 4, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, November 9th, 2021, 3:39 am

বাংলাদেশে নাইজেরিয়া জাতীয় দলে খেলা ফরোয়ার্ড

অনলাইন ডেস্ক :

বাংলাদেশের ঘরোয়া ফুটবলে আফ্রিকান ফুটবলারদের আধিক্য কম নয়। তাই বলে বেশিরভাগের মান ভালো, তেমনটাও বলা যাবে না। তবে অনেক দিন পর হলেও নাইজেরিয়ার জাতীয় দলে খেলা এক ফরোয়ার্ডকে দেখা যাবে ঢাকার মাঠে। সাইফ স্পোর্টিং ক্লাবের হয়ে খেলতে এসেছেন ২৯ বছর বয়সী এমফন উদোহ। এমফন উদোহ ২০১৪ সালে নাইজেরিয়া জাতীয় দলে খেলেছেন। তিন ম্যাচ খেলে গোল করেছেন একটি, প্রতিপক্ষ ছিল ইয়েমেন। জাতীয় দলের ক্যারিয়ারটা সমৃদ্ধ না হলেও ক্লাব ফুটবলে (দেশ ও বিদেশে) ৮১টি গোল আছে এই ফরোয়ার্ডের। তার প্রসঙ্গে সাইফের ব্যবস্থাপনা পরিচালক নাসিরুদ্দিন চৌধুরীবলেছেন, ‘এমফনকে আমাদের ভালো লেগেছে। সে নাইজেরিয়ার জাতীয় দলেও খেলেছে। আশা করছি, ঢাকাতে ভালো করবে। এ ছাড়া আফ্রিকান ফুটবলারদের দিকে ঝোঁক থাকায় আরও দুজনকে দলভুক্ত করা হয়েছে।’ সাইফ স্পোর্টিং আরও তিন বিদেশিকেও চূড়ান্ত করেছে। ৩১ বছর বয়সী নাইজেরিয়ান স্ট্রাইকার এমেকা ওগবাগ, রুয়ান্ডার ডিফেন্ডার এমেরি বাইসেঙ্গে ও উজবেকিস্তানের ডিফেন্সিভ মিডফিল্ডার আশরভ গফুরভকে এই ক্লাবে দেখা যাবে। এই দলটিরই কোচ হয়ে এসেছেন আর্জেন্টাইন দিয়েগো আন্দ্রেস ক্রুসিয়ানি।