September 11, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, December 11th, 2023, 7:44 pm

বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘মানুষ’

অনলাইন ডেস্ক :

বিজয়ের মাসে বাংলাদেশের প্রেক্ষাগৃহগুলোতে বইছে ভারতীয় সিনেমার হাওয়া। গত সপ্তাহেই মুক্তি পেয়েছে রণবীর কাপুরের ‘অ্যানিমেল’। এর মধ্যে জানা গেল আগামী শুক্রবার মুক্তি পাবে টালিউড সুপারস্টার জিৎ অভিনীত ‘মানুষ’। এমনটাই জানালেন অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার নির্মাতা অনন্য মামুন। নির্মাতা অনন্য মামুন বলেন, মন্ত্রণালয় থেকে মানুষ সিনেমাটি মুক্তির অনুমতি পেয়েছি আমরা। সোমবার সেন্সর বোর্ডে জমা দেব। সবকিছু ঠিক থাকলে শুক্রবার থেকে বাংলাদেশের দর্শক হলে বসে দেখতে পারবেন সিনেমাটি। মানুষ সিনেমায় জিতের সঙ্গে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের বিদ্যা সিনহা মিম। নতুন এই ছবিটি নির্মাণ করেছেন বাংলাদেশের নির্মাতা সঞ্জয় সমদ্দার। এ সিনেমা দিয়েই বড় পর্দায় পরিচালক হিসেবে অভিষেক হয়েছে তার

। ভারতে মুক্তির সময় কলকাতা গিয়েছিলেন এ নির্মাতা। সরাসরি উপস্থিত থেকেই দেখেছেন হলে দর্শকের প্রতিক্রিয়া। দেশে ফিরে জানিয়েছিলেন বাংলাদেশে হলে বসে সিনেমাটি দেখতে পেলে খুশি হবেন তিনি। অবশেষে তার সেই ইচ্ছা পূরণ হচ্ছে। প্রসঙ্গত, গত ২৪ নভেম্বর ভারতে মুক্তি পেয়েছিল মানুষ। সে সময় একই দিনে সিনেমাটি বাংলাদেশে মুক্তি দিতে চেয়েছিল বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। প্রচারণায় জিৎ ও জিতু কমলের আসার কথা শোনা যাচ্ছিল। পরে আর সেটি সম্ভব হয়নি। শেষ পর্যন্ত মানুষ বাংলাদেশে আমদানি করছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। এর আগে শাহরুখ খানের ‘পাঠান’ ও ‘জওয়ান’ আমদানি করেছিল প্রতিষ্ঠানটি।