October 7, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, January 29th, 2023, 8:22 pm

বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজে থাকছে না প্রস্তুতি ম্যাচ

অনলাইন ডেস্ক :

ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফরের সূচিতে ছিল দুটি প্রস্তুতি ম্যাচ। যা জন্ম দিয়েছিল খানিক বিস্ময়ের। কেননা সীমিত ওভারের সিরিজ খেলতে বাংলাদেশে এসে বড় দলগুলোর প্রস্তুতি ম্যাচ খেলার নজির বিরল। শেষ পর্যন্ত রইল না সেই দুই প্রস্তুতি ম্যাচ। মূল সিরিজ শুরুর আগে আর কোনো ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছে ইসিবি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরি রোববার (২৯ জানুয়ারী) জানিয়েছেন এই খবর। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলতে ২০ ফেব্রুয়ারি বাংলাদেশে আসার কথা ছিল ইংল্যান্ড দলের। মূল সিরিজের আগে ২৪ ও ২৬ ফেব্রুয়ারি ছিল দুটি প্রস্তুতি। আগামী ১ মার্চ থেকে শুরু হতে যাওয়া সিরিজের সব খেলা হবে ঢাকা ও চট্টগ্রামে। বিসিবির পরিকল্পনা ছিল প্রস্তুতি ম্যাচ দুটি আয়োজন করা হবে সিলেটে। কিন্তু ইসিবি প্রস্তুতি ম্যাচ দুটি বাতিল করেছে। মিরপুরে বিসিবি কার্যালয়ের সামনে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন নিজামউদ্দিন। তার কাছে মূলত প্রশ্ন ছিল, ইংল্যান্ড সিরিজের কোনো ম্যাচ সিলেটে কেন রাখা হয়নি সে বিষয়ে। তখন কথাপ্রসঙ্গে প্রস্তুতি ম্যাচ দুটি না হওয়ার কথা জানান তিনি। “আমাদের কিছু পরিকল্পনা থাকে, সফরকারী দলগুলোরও কিছু চাহিদা থাকে। সবকিছু বিবেচনা করে আমরা ভেন্যু ঠিক করি। সে চিন্তা থেকে ইংল্যান্ড সিরিজে প্রস্তুতি ম্যাচের একটা সূচি ছিল। যেটা আমরা সিলেটের জন্য পরিকল্পনা করেছিলাম। শেষ পর্যন্ত ইংল্যান্ড টিম তাদের এই সফরকে ¯্রফে অফিসিয়াল ম্যাচের মধ্যেই সীমাবদ্ধ রেখেছে বলে এবার (সিলেটে ম্যাচ আয়োজন) করা সম্ভব হয়নি।” “ইংল্যান্ড দল তাদের নিজস্ব পরিকল্পনা থেকে এই সফরটাকে শুধু অফিসিয়াল ম্যাচের মধ্যে সীমাবদ্ধ রাখার কথা জানিয়েছে। এখন সেভাবেই পরিকল্পনা করা হচ্ছে।” প্রস্তুতি ম্যাচ দুটি না খেললে কি ২০ তারিখেই বাংলাদেশে আসবে ইংল্যান্ড? নাকি তাদের সফরসূচিতেও আসছে পরিবর্তন? এই বিষয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির ডেপুটি ম্যানেজার শাহরিয়ার নাফীস জানিয়েছেন, চার দিন পিছিয়েছে ইংল্যান্ডের আগমন। “নিজেদের খেলা, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলোয়াড়দের ব্যস্ততা মিলিয়ে ২০ তারিখে আসতে পারছে না ইংল্যান্ড। ওরা এখন ২৪ তারিখে আসবে। পরে ওয়ানডে সিরিজ শুরুর আগে মাঝে মাত্র ৪ দিন থাকায় ওরা আর প্রস্তুতি ম্যাচ খেলতে চাচ্ছে না।” আগামী ১ মার্চ শুরু হবে ওয়ানডে সিরিজ। প্রথম দুই ম্যাচ হবে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এরপর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে হবে সিরিজের শেষ ওয়ানডে, ৬ মার্চ। এই ওয়ানডে সিরিজটি আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ। দুই দলই অবশ্য সরাসরি বিশ্বকাপ খেলা নিশ্চিত করে ফেলেছে। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি চট্টগ্রামেই হবে ৯ মার্চ। পরের দুই ম্যাচ আবার মিরপুরে, ১২ ও ১৪ মার্চ। সপ্তাহদুয়েক আগে সিরিজের প্রস্তুতি ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পর্যবেক্ষণ করতে ইংল্যান্ডের প্রতিনিধি দল এসেছিল বাংলাদেশে। তারা সব কিছু দেখে সন্তুষ্টি প্রকাশ করেছে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী।