অনলাইন ডেস্ক :
এএফসি অনূর্ধ্ব -২৩ এশিয়ান কাপ বাছাই পর্বে থাইল্যান্ড, মালয়েশিয়ার মতো শক্তিশালী দল পেয়েছে বাংলাদেশ। ‘এইচ’ গ্রুপে বাকি একটি দল ফিলিপাইন। আগামী ৪ থেকে ১২ সেপ্টেম্বর হবে বাছাই পর্বের ম্যাচ। ‘এইচ’ গ্রুপের সবগুলো ম্যাচ হবে থাইল্যান্ডে। বৃহস্পতিবার (২৫ মে) মালয়েশিয়ার কুয়ালালামপুরে এশিয়ান ফুটবল কনফেডারেশনে ড্র অনুষ্ঠিত হয়। আগামী বছরের ১৫ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত ১৬ দল নিয়ে কাতারে হবে চূড়ান্ত পর্ব।
স্বাগতিক হওয়ায় সরাসরি খেলবে কাতার। আর বাছাইয়ের ১১ গ্রুপের চ্যাম্পিয়ন দল এবং সেরা চার গ্রুপ রানার্স আপ জায়গা করে নেবে মূল পর্বে। গ্রুপের তিন প্রতিপক্ষের চেয়ে ফিফা র্যাংকিং ও শক্তি সামর্থ্যে ঢের পিছিয়ে বাংলাদেশ। থাইল্যান্ড (১১৪), মালয়েশিয়া (১৩৮), ফিলিপাইন (১৩৬) এবং বাংলাদেশ (১৯২)।
আরও পড়ুন
ভারত বধ মিশন নিয়ে দেশ ছাড়লো টাইগাররা
জয় রথ ছুটে চলেছে বাঘিনীদের
‘ভারতের সামনে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বাংলাদেশকে’