October 14, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, November 6th, 2021, 7:57 pm

বাংলাদেশ থেকে কলকাতায় পরীমনি

অনলাইন ডেস্ক :

ঢাকাই সিনেমার এই সময়ের আলোচিত নায়িকা পরীমনি। সম্প্রতি নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’- সিনেমার শুটিং শেষ করেছেন। কারাগার থেকে বের হওয়ার পর কিছুদিন ট্রমার মধ্যে থাকলেও এখন বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন। আর শুটিং শেষ করেই বাংলাদেশ থেকে কলকাতায় গেলেন এই নায়িকা। সেখানে একটি পাঁচ তারকা হোটেলে অবস্থান করছেন বর্তমানে। একাধিক ছবি ফেসবুক প্রোফাইলে ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন পরীমনি। কেবল নিজের নয়, হোটেলেরও একাধিক ছবি শেয়ার করেছেন। ছবিতে পরীর সঙ্গে আরেকজনকে দেখা গেছে। যদিও তাকে পরিচয় করিয়ে দেননি আলোচিত এ অভিনেত্রী। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘হ্যাপি ল্যান্ডিং’। পাশে হ্যাশট্যাগে লেখা, কলকাতা ২০২১। এছাড়া, তিনি শপিংয়ের বেশকিছু ছবি শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে। কলকাতায় কেন গেলেন- সে বিষয়ে এখনো পরীমনি আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানাননি। তবে জানা গেছে, চিকিৎসা নিতেই কলকাতা গেলেন এই অভিনেত্রী। চলতি বছরের মাঝামাঝি থেকে নায়িকা পরীর জীবনে ঘটে গেছে নানা ঘটনা। প্রভাবশালী এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ তোলেন তিনি। এরপর মাদক মামলায় গ্রেপ্তার হন। জামিনে মুক্তি পাওয়ার পর ফেসবুকে একের পর এক বার্তা দিয়েই যাচ্ছেন, যা তাকে আরও বেশি করে আলোচনার বিষয় বস্তুতে পরিণত করেছে। সামনে ‘প্রীতিলতা’, ‘বায়োপিক’সহ আরও কয়েকটি ছবির শুটিং শুরু করার কথা রয়েছে এই নায়িকার।