October 12, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, November 20th, 2023, 7:50 pm

বাংলাদেশ থেকে নির্মাণশ্রমিক নিতে আগ্রহী স্কটল্যান্ড: প্রধানমন্ত্রীকে স্কটিশ প্রতিনিধি দল

ছবি: পি আই ডি

বাংলাদেশ থেকে নির্মাণশ্রমিক নিতে আগ্রহী স্কটল্যান্ড।

সোমবার (২০ নভেম্বর) দেশটির সফররত সংসদীয় প্রতিনিধি দল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাদের এ আগ্রহের কথা জানান।

স্কটল্যান্ডের পার্লামেন্টে প্রথমবারের মতো বাংলাদেশি বংশোদ্ভূত সংসদ সদস্য ফয়সল চৌধুরীর নেতৃত্বে ছয় সদস্যের ক্রস পার্টি পার্লামেন্টারি গ্রুপ (সিপিজি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎ করেন।

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- মাইলস ব্রিগস, এভলিন টুইড, জুনেদ হুসাইন চৌধুরী, ফারহান মাসুদ খান ও মো. লুৎফুর রহমান।

সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

ফয়সল চৌধুরী বলেন, শ্রমিকদের ইংরেজি ভাষায় দক্ষতার অভাব তাদের নিয়োগের ক্ষেত্রে বাধা হিসেবে দেখা হচ্ছে।

তিনি আরও বলেন, স্কটল্যান্ড বাংলাদেশের কৃষি খাতেও বিনিয়োগ করতে চায়।

প্রধানমন্ত্রী প্রতিনিধি দলকে বলেন, তার সরকার দেশের বাইরে যেতে ইচ্ছুক জনশক্তির দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে ভাষা, বৃত্তিমূলক কাজ ও কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছে।

প্রেস সচিব ইহসানুল বলেন, গত ১৫ বছরে স্কটিশ এমপিরা বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন।

তারা উল্লেখ করেন, প্রবাসী বাংলাদেশিরা স্কটল্যান্ডের মূলধারার রাজনীতির সঙ্গে জড়িত এবং বর্তমানে সেখানে প্রায় ২০০ জন নির্বাচিত কাউন্সিলর রয়েছেন।

বৈঠকে উপস্থিত ছিলেন- বাংলাদেশের রাষ্ট্রদূত এম জিয়াউদ্দিন ও মুখ্য সচিব এম তোফাজ্জল হোসেন মিয়া।

—-ইউএনবি