October 16, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, August 15th, 2022, 8:09 pm

বাংলাদেশ-পাকিস্তান যুদ্ধের গল্প ‘পিপ্পা’

অনলাইন ডেস্ক :

বলিউডে যুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘শেরশাহ’, ‘মেজর’-এর পর এবার ঈশান কাট্টার ও ¤্রুনাল ঠাকুরকে নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘পিপ্পা’। গতকাল সোমবার সিনেমাটির টিজার মুক্তি পেয়েছে। ভারতের অন্যতম সেরা চলচ্চিত্র হিসেবে খ্যাত ‘রাং দে বাসন্তী’, ‘উরি দ্যা সার্জিক্যাল স্ট্রাইক’ এর মতো বিখ্যাত বলিউড সিনেমার নির্মাতা সংস্থা ও ‘এয়ারলিফট’ এর মতো সুপারহিট সিনেমার পরিচালক রাজা কৃষ্ণ মেননের পরিচালনায় নির্মিত হয়েছে ‘পিপ্পা’। সিনেমাটির গল্প ১৯৭১ সালের বাংলাদেশ-পাকিস্তান যুদ্ধের অন্তর্বতী সময়ে ভারত বনাম পাকিস্তানের যুদ্ধ নিয়ে। বলিউডে এর আগেও বেশি কিছু ঐতিহাসিক সিনেমায় বাংলাদেশ-পাকিস্তান যুদ্ধের প্রসঙ্গ উঠে এসেছে। তবে ‘পিপ্পা’ এবার ১৯৭১ এর গল্পকে আরও গভীরভাবে উপস্থাপন করতে যাচ্ছে। ‘পিপ্পা’র গল্প মুলত ৪৫তম অশ্বারোহী ট্যাঙ্ক স্কোয়াড্রনের ব্রিগেডিয়ার বলরাম সিং মেহতাকে ঘিরে যিনি ১৯৭১ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের সময় তাঁর ভাইয়ের সাথে পূর্ব ফ্রন্টে যুদ্ধ করেছিলেন। ইশানকে তরুণ ব্রিগেডিয়ারের ভূমিকায় দেখা যাবে এই সিনেমায়। ব্রিগেডিয়ার বলরাম সিং মেহতার লেখা যুদ্ধের স্মৃতিকথা ‘দ্য বার্নিং চ্যাফিস’ অবলম্বনে নির্মিত সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন বলিউডের তরুন মেধাবী অভিনেতা ইশান খাট্টার, ম্রুণাল ঠাকুর, প্রিয়াংশু পাইনুলি এবং সোনি রাজদানসহ প্রমুখ। সিনেমাটি পরিচালনা করেছেন রাজা কৃষ্ণ মেনন। সঙ্গীত পরিচালনা করেছেন অস্কারজয়ী সুরকার এ আর রহমান। এ বছরের ২রা ডিসেম্বর মুক্তি পাবে সিনেমাটি।