October 10, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, November 30th, 2021, 8:34 pm

বাংলাদেশ-ভারত সম্পর্ক নতুন উচ্চতায়: প্রধানমন্ত্রী

ছবি: পি আই ডি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে। মঙ্গলবার ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।
করিম বলেন, দুই প্রতিবেশী দেশের মধ্যে ব্যবসায়-বাণিজ্য উন্নয়নের বিষয়ে প্রধানমন্ত্রী ও ভারতের রাষ্ট্রদূত আলোচনা করেছেন।
এ জন্য শেখ হাসিনা সংযোগ ও ব্যবসায় ত্বরান্বিত করতে আখাউড়া-আগরতলা রেল যোগাযোগ পুনরায় চালু করার ওপর জোর দেন।
দোরাইস্বামী প্রধানমন্ত্রীকে জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিজয় দিবসের উদযাপনে অংশ নিতে ভারতের রাষ্ট্রপতি বাংলাদেশে সফরে আসবেন। দু’দেশের কর্মকর্তারা ভারতের রাষ্ট্রপতির সফর চূড়ান্তের জন্য কাজ করছেন বলেও জানান তিনি।
তিনি বলেন, ‘এটা একটা বিশেষ বছর। এ বছর ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর করেছেন। ভারতের জন্য বাংলাদেশ খুবই প্রিয় দেশ।’
শেখ হাসিনা বলেন, দু’দেশের ব্যবসায়-বাণিজ্য ও পর্যটনে তাৎপর্যপূর্ণ উন্নয়ন হয়েছে এবং এখন করোনা মোকাবিলায় দু’দেশকে সতর্ক থাকতে হবে।
ভারতের হাইকমিশনার করোনার সময় চিকিৎসা সরঞ্জাম দিয়ে সহযোগিতা করার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেন।
এ সময় তিনি প্রধানমন্ত্রীর কাছে বঙ্গবন্ধুর একটি দুর্লভ ছবি সরবরাহ করেন। এছাড়া তিনি একটি পেনড্রাইভ হস্তান্তর করেন যেখানে কিছু অডিও, ভিডিও ও পত্রিকার কাটিং রয়েছে।
এ সময় অ্যাম্বাসেডর অ্যাট লার্জ মো. জিয়াউদ্দিন ও মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউস উপস্থিত ছিলন।

—-ইউএনবি