October 12, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, October 31st, 2021, 8:18 pm

বাংলাদেশ যেভাবে সেমিফাইনালে যেতে পারে

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

সুপার টুয়েলভে টানা তিন ম্যাচ হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল স্বপ্ন অনেকটাই শেষ হয়ে গেছে বাংলাদেশের। তবু কাগজে-কলমে কিছুটা সম্ভাবনা বেঁচে আছে! তবে সেই সম্ভাবনার পথে কাঁটা হয়ে দাঁড়িয়ে জটিল সব সমীকরণ। জটিল অর্থে সম্ভাবনা থাকলেও এই সমীকরণ মিলে যাওয়া এক কথায় অসম্ভবও। শ্রীলঙ্কা, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের কাছে তিন ম্যাচ হেরে বাংলাদেশের পয়েন্ট শূন্য। বাংলাদেশের পরের দুই ম্যাচ দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে। দুটি ম্যাচ জিতলে তাদের পয়েন্ট হবে চার। বাংলাদেশ এই দুই ম্যাচ জিতলেও তখন তাকিয়ে থাকতে হবে পয়েন্ট টেবিলে বাকিদের ফলাফলের দিকে। গ্রুপ-১-এ তিন ম্যাচের তিনটি জিতে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইংল্যান্ড। সোমবার শ্রীলঙ্কাকে হারানোর পর ৬ নভেম্বর দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারলে পুরো দশ পয়েন্ট নিয়েই সেমিফাইনাল নিশ্চিত করবে ইংলিশরা। বাংলাদেশের সেমিফাইনালে যেতে হলে ইংল্যান্ডের বাকি দুটি ম্যাচ হারা যাবে না। তখন বাংলাদেশ যদি অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিতে যায় তাহলে তাদের পয়েন্ট হবে চার। পাশাপাশি অস্ট্রেলিয়াকে বাংলাদেশের বিপক্ষে হারের পর হারতে হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও। সেক্ষেত্রে অস্ট্রেলিয়ারও পয়েন্ট চার থাকবে। শুধু অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্যারিবীয়দের জয় প্রত্যাশা করলেই হবে না। তখন শ্রীলঙ্কার বিপক্ষে ক্যারিবীয়দের হারও প্রত্যাশা করতে হবে। তাহলে ক্যারিবীয়দের পয়েন্টও হবে সমান ৪ পয়েন্ট। এই পরিস্থিতিতে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া কোন জয় না পেলে তাদের পয়েন্ট ৪-ই থাকবে। তখন ইংল্যান্ড বাদে বাকি চার দলের পয়েন্ট চার হলে নেট রানের রেটের বিবেচনায় এখান থেকে দ্বিতীয় দল সেমিফাইনালের টিকিটি কাটবে। সেক্ষেত্রে বাংলাদেশ দলকে অবশ্যই নেট রান রেটে এগিয়ে থেকে ম্যাচ জিততে হবে! যা মেলানো অনেকটাই কঠিন। তবে বাংলাদেশ সেমিফাইনাল খেলতে পারুক আর না পারুক; শেষ দুই ম্যাচের গুরুত্ব অনেক। অধিনায়ক মাহমুদউল্লাহ জানিয়েছেন, বাকি দুই ম্যাচেও তাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে, ‘আমরা চেষ্টা করছি। মরিয়া হয়েই চেষ্টা করছি। মাঠে শতভাগ নিবেদন দেওয়ার চেষ্টা করছি, ভুল হচ্ছে। তবে আমরা দুটি ম্যাচ জয়ের চেষ্টা করবো।’