November 13, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, August 29th, 2022, 7:32 pm

বাংলাদেশ শ্রীলঙ্কার চেয়ে ভালো দল: লঙ্কান কোচ

অনলাইন ডেস্ক :

২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের নেপথ্যের কারিগর ছিলেন নাভিদ নেওয়াজ। বর্তমানে তিনি নিজের দেশ শ্রীলঙ্কার জাতীয় দলের সহকারী কোচ হিসেবে কাজ করছেন। তবে এখনো শিষ্যদের খোঁজখবর রাখেন নওয়াজ। পারভেজ হোসেন ইমনের কথাই ধরা যাক। এশিয়া কাপের দলে ঠাঁই পাওয়া এই ওপেনারই শুধু নন, প্রত্যেকের সঙ্গেই নিবিড় যোগাযোগ নেওয়াজের। লঙ্কান সহকারী কোচ জানান, ‘এমন নয় যে এশিয়া কাপের দলে আছে বলেই পারভেজের সঙ্গে আমার দেখা হচ্ছে বা কথা হচ্ছে। ওদের সবার সঙ্গে সব সময়ই সংযুক্ত থাকি আমি। ’বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকার সুবাদে জানা আছে ভেতর-বাইরের অনেক কিছুই। সেই জানা থেকে নিজ দলের অধিনায়কের সঙ্গে দ্বিমতও ঘোষণা করলেন সরাসরিই। দাসুন শানাকা বলেছিলেন, মুস্তাফিজ ও সাকিব ছাড়া বাংলাদেশে কোনো বিশ্বমানের বোলার নেই। সেই প্রসঙ্গ উঠতেই সঙ্গে সঙ্গে নেওয়াজ বলে দিলেন, ‘শানাকার সঙ্গে একমত হওয়া মুশকিল। কারণ আমার জানা মতে ভালো ক্রিকেটারের সংকট বাংলাদেশের নেই। আমি তো বলব, টি-টোয়েন্টিতে বাংলাদেশ আমাদের চেয়েও ভালো দল। ’ তবে এই সংস্করণে বাংলাদেশ ও শ্রীলঙ্কার চেয়েও আরো ভালো দল তাঁর মনে হয় আফগানিস্তানকে, ‘ওরা এখানেই (সংযুক্ত আরব আমিরাতে) খেলে সারা বছর। কন্ডিশন তো জানা আছেই। তা ছাড়া টেস্টও তেমন খেলে না ওরা। ওয়ানডেও খুব গুরুত্ব দিয়ে খেলে বলে মনে হয় না। মনোযোগটা টি-টোয়েন্টিতেই বেশি বলে এই সংস্করণে ওরাই সুপিরিয়র। ’