November 30, 2023

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, November 24th, 2022, 8:12 pm

বাংলাদেশ সফরে নেই জাদেজা

অনলাইন ডেস্ক :

বিশ্বকাপ ফুটবলের আবহের মাঝেই বাংলাদেশ সফরে আসছে ভারতীয় ক্রিকেট দল। তিন ওয়ানডে আর দুই টেস্টের সিরিজ অনুষ্ঠিত হবে ঢাকা এবং চট্টগ্রামে। এই সফরের ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন ভারতের অভিজ্ঞ স্পিনিং অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। এরপর টেস্ট সিরিজেও জাদেজার খেলা অনিশ্চিত বলে জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। জাদেজা ছাড়াও পিঠের সমস্যায় বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল থেকে ছিটকে গেছেন বাঁহাতি পেসার ইয়াশ দয়াল। অন্যদিকে ৩৩ বছর বয়সী জাদেজা এশিয়া কাপে পাওয়া চোট থেকে এখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি। গত সেপ্টেম্বরে হাঁটুতে অস্ত্রোপচার করানোর পর এখনো ম্যাচ ফিটনেস ফিরে পাননি বলে জানা গেছে। জাদেজা এবং দয়ালের জায়গায় ভারতের দলে নেওয়া হয়েছে পেসার কুলদিপ সেন ও স্পিনিং অলরাউন্ডার শাহবাজ আহমেদকে। নিউজিল্যান্ডের বিপক্ষে আগামী রোববার শুরু হবে ভারতের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর আগামী ১ ডিসেম্বর তারা বাংলাদেশে আসবে। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো হবে ৪, ৭ ও ১০ ডিসেম্বর। আর ১৪ ও ২২ তারিখে দুটি টেস্ট।