October 9, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, November 9th, 2021, 3:35 am

বাংলাদেশ সফরে নেই হাফিজ

অনলাইন ডেস্ক :

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ করেই বাংলাদেশে আসবে পাকিস্তান ক্রিকেট দল। সেই দলের সঙ্গে বাংলাদেশে আসবেন না দলটির তারকা ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ। মূলত তরুণ কাউকে সুযোগ দিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন পাক অলরাউন্ডার। ক্রিকেট পাকিস্তান জানিয়েছে, বাংলাদেশ সফরে হাফিজের স্থলাভিষিক্ত হবেন ইফতিখার আহমেদ। তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট ম্যাচ খেলতে বাংলাদেশে আসবে পাকিস্তান। সংযুক্ত আরব আমিরাত থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেই রওনা হবে বাবর আজমরা। আগামী ১৯ নভেম্বর মিরপুরে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। একই ভেন্যুতে হবে ২০ ও ২২ নভেম্বরের বাকি দুটি ম্যাচ। তারপর দুই দল দুই টেস্টের প্রথমটি খেলতে চট্টগ্রাম যাবে। ২৬ নভেম্বর হবে প্রথম টেস্ট। ২০১৫ সালের মে মাসের পর প্রথমবার বাংলাদেশের মাটিতে এই সংস্করণের ম্যাচ খেলবে পাকিস্তান। ৪ ডিসেম্বর ঢাকায় ফিরে শেষ টেস্ট খেলবে তারা।