November 12, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, February 14th, 2022, 7:46 pm

বাংলাদেশ সিরিজের জন্য দল ঘোষণা করল আফগানিস্তান

অনলাইন ডেস্ক :

স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ও দুই টি-টোয়েন্টি খেলতে বর্তমানে সিলেটে অবস্থান করছে আফগানিস্তান ক্রিকেট দল। পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে সেখানে কন্ডিশনিং ক্যাম্প করছে তারা। এদিকে, সোমবার (১৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ সিরিজের জন্য ওয়ানডে ও টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। ওয়ানডে দলের অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি এবং টি-টোয়েন্টি দলের নেতৃত্বে থাকবেন অভিজ্ঞ মোহাম্মদ নবী।
ওয়ানডে দল: হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), রহমত শাহ (সহ-অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, ইব্রাহিম জাদরান, ইকরাম আলী খিল, মোহাম্মদ নবী, মুজিব উর রহমান, ফরিদ মালিক, ফজল হক ফারুকি, গুলবদীন নাঈব, নাজিবউল্লাহ জাদরান, রহমানউল্লাহ গুরবাজ, রশিদ খান, রিয়াজ হাসান, শহিদউল্লাহ কামাল ও ইয়ামিন আহমেদজাই।
রিজার্ভ খেলোয়াড়: কায়েস আহমেদ ও সেলিফ সাফি।
টি-টোয়েন্টি: মোহাম্মদ নবী (অধিনায়ক), আফসার জাজাই, আজমতউল্লাহ ওমরজাই, মুজিব উর রহমান, নাজিবউল্লাহ জাদরান, নিজাত মাসিদ, কাইস আহমেদ, দারউইশ রাসুলি, ফরিদ আহমেদ মালিক, ফজল হক ফারুকি, হযরতউল্লাহ জাজাই, করিম জানাত, রহমানউল্লাহ গুরবাজ, রশিদ খান, শরাফুদ্দিন আশরাফ ও উসমান ঘানি।