অনলাইন ডেস্ক :
বাগদানের ছবি শেয়ার করেছেন সংগীত তারকা আরমান মালিক। পাত্রী তার দীর্ঘদিনের প্রেমিকা আশনা শ্রফ। সোমবার (২৮ আগষ্ট) সামাজিক মাধ্যমে বাগদানের ছবি শেয়ার করেন আরমান মালিক। ছবিগুলো নিমিষেই ভাইরাল হয়ে যায়। কমেন্ট বক্স ভরে যায় ভক্তদের শুভকামনা ও ভালোবাসায়। ছবিতে হাঁটু গেঁড়ে আশনাকে প্রপোজ করতে দেখা যায় আরমান মালিককে। তিনটি ছবি শেয়ার করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের চিরকালের শুরু।’ আশনা শ্রফ ভারতের একজন জনপ্রিয় বিউটি ব্লগার ও ইউটিউবার।
২০২৩ সালে তিনি ভারতের কসমোপলিটান লাক্সারি ফ্যাশন ইনফ্লুয়েন্সার উপাধি অর্জন করেছেন। আরমান গায়ক এবং সঙ্গীত পরিচালক দেবু মালিক এর পুত্র এবং সঙ্গীত পরিচালক আমাল মালিক এর ভাই। এছাড়াও তিনি খ্যাতনামা সঙ্গীত পরিচালক অনু মালিক এর ভাগ্নে। তিনি একাধারে গায়ক, গীতিকার, রেকর্ড প্রডিউসার, ভয়েজ ওভার আর্টিস্ট, পারফর্মার এবং অভিনয় শিল্পী।
তিনি হিন্দি, তেলেগু, ইংরেজি, বাংলা, কন্নড়, মারাঠি, তামিল, গুজরাটি, পাঞ্জাবি, উর্দু এবং মালয়ালম ভাষায় গান গাইতে পারেন। তার জনপ্রিয় গানগুলোর মধ্যে অন্যতম কয়েকটি হলো, ম্যায় হু হিরো তেরা, তুমহে আপনা বানানে কা, ম্যায় রাহু ইয়া না রাহু এবং বোল দো না জারা। সূত্র: ইন্ডিয়া টুডে
আরও পড়ুন
ইউটিউব থেকে সরানো হলো শাকিবের ‘তুফান’
চিন্তিত অনন্যা পান্ডে
কনাকে নিয়ে সুখবর দিলেন আসিফ