November 9, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, March 14th, 2023, 7:49 pm

বাগদান সম্পন্ন করলেন ‘নাগিন’ খ্যাত অভিনেত্রী

অনলাইন ডেস্ক :

‘নাগিন’ খ্যাত ভারতীয় অভিনেত্রী কৃষ্ণা মুখার্জি বিয়ে করেছেন। পাত্র চিরাগ পেশায় একজন ডেক অফিসার। গত সোমবার গোয়ায় সমুদ্রের ধারে এক বিলাসবহুল রিসোর্টে রাজকীয়ভাবে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয় তাদের। চিরাগ বাটলিওয়ালা কৃষ্ণার দীর্ঘ দিনের প্রেমিক। জানা গেছে, বাঙালি রীতি অনুযায়ী কৃষ্ণা-চিরাগ বিয়ের পিঁড়িতে বসেছিলেন। লাল-সাদা পোশাক এবং মাথায় মুকুট পরে পিঁড়িতে বসেছিলেন কৃষ্ণা। আর বর চিরাগ লাল-সাদা ধুতি পাঞ্জাবি এবং মাথায় টোপর পরে সেজেছিলেন। বিয়ে সম্পন্ন হওয়ার পর আসরে তোলা কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অভিনেত্রী। এ সময় ছবির ক্যাপশনে তিনি লেখেন, একজন বাঙালি মেয়ে আজীবনের জন্য পার্সি ছেলের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হলো। কৃষ্ণা বিয়ের ছবি পোস্ট করতেই নজর কাড়ে নেটিজেনদের। তাইতো মন্তব্যের ঘরে শুভেচ্ছার বন্যা বইয়ে দিচ্ছেন তারা। পরিবার ও ঘনিষ্ঠদের উপস্থিতিতে এ বিয়েতে আয়োজনের কমতি ছিল না। মেহেদি ও সংগীতের পর সোমবার বিয়ে সম্পন্ন হয় কৃষ্ণার। অনুষ্ঠানে জেসমিন ভাসিন, আলি গোনি, শিরিন মির্জা, চারু মেহরা, অরিজিত তানেজাসহ আরও অনেক টেলিভিশন তারকা উপস্থিত ছিলেন।