October 15, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, January 3rd, 2022, 7:29 pm

বাগদান সারলেন এ আর রহমানের মেয়ে

অনলাইন ডেস্ক :

বলিউডের একের পর এক তারকা বসেছেন বিয়ের পিঁড়িতে। প্রথমে রাজকুমার রাও, তারপর ক্যাটরিনা কাইফ, অঙ্কিতা লোখান্ডে আর সবশেষে মোহিত রায়নার বিয়ে ছিল আলোচিত। এবার এই তালিকায় সামিল হয়েছেন অস্কারজয়ী সুরকার এ আর রহমানের মেয়ে খাতিজা রহমান। খানিকটা গোপনেই ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে বাগদান সেরে ফেললেন খাতিজা। গত রোববার নিজেই সেই খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন রহমান কন্যা। খাতিজার হবু বরের নাম রিয়াসদিন শেখ মোহম্মদ। যিনি পেশায় একজন অডিও ইঞ্জিনিয়ার। এদিন বাগদান অনুষ্ঠানের একটি ছবি শেয়ার করেছেন খাতিজা। যেখানে গোলাপি এবং রুপালি রঙের একটি শাড়িতে দেখা গেছে তাকে। এছাড়াও তার মুখ ঢাকা ছিল পোশাকের সঙ্গে ম্যাচিং গোলাপি মাস্কে। তবে সেই অনুষ্ঠান থেকে স্বামী রিয়াসদিনের কোনো ছবি শেয়ার করেননি তিনি। তার বদলে হবু বরের আলাদা একটি সাদা-কালো ছবি পোস্ট করেছেন খাতিজা। সেখানেই রিয়াসদিনের পরিচয় জানানোর পাশাপাশি তার পেশার কথাও জানিয়েছেন খাতিজা। সঙ্গে এও জানিয়েছেন গত ২৯ ডিসেম্বর এই শুভ কাজটি সেরেছেন তারা দু’জনে। ঘটনার সাক্ষী ছিল কিছু ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং দুই পরিবার। এই পোস্ট দেখা মাত্রই নেটিজেনদের পাশাপাশি জনপ্রিয় গায়িকা হর্ষদীপ কউর থেকে নীতি মোহন সকলেই শুভেচ্ছা জানিয়েছেন খাতিজাকে। ইতোমধ্যে বিয়ের তারিখও চূড়ান্ত হয়েছে বলে জানা গেছে। সেখানেও দুই পরিবারের সদস্যরাই শুধুমাত্র উপস্থিত থাকবেন। এর আগেও একাধিকবার খবরের শিরোনামে এসেছেন এ আর রহমান কন্যা খাতিজা। তার বোরখা পরা ছবি দেখে টুইটারে তাকে ট্রোল করেছিলেন বাংলাদেশের বিতর্কিত সাহিত্যিক তসলিমা নাসরিনও।