October 4, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, March 21st, 2022, 1:08 pm

বাগেরহাটে এসআইকে কুপিয়ে জখম

বাগেরহাটের কচুয়ায় এক পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম করা হয়েছে। রবিবার রাতে উপজেলার সন্মানকাঠি এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

আহত রবিউল ইসলাম (৫৫) কচুয়া থানার উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত রয়েছেন।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, রবিবার এসআই রবিউল ইসলাম গ্রাম পুলিশ সঙ্গে নিয়ে সন্মানকাঠি গ্রামে মাদক ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ধরতে যায়। রাত ৮টার দিকে রাস্তায় জুয়েল নামে এক যুবকে দেখে তার পরিচয় জানতে চায়। এই সময় জুয়েল ক্ষিপ্ত হয়ে গ্রাম পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয়। এনিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে জুয়েল দা দিয়ে কুপিয়ে এসআই রবিউল ইসলাকে জখম করে পালিয়ে যায়।

জুয়েলকে ধরতে ওই রাত থেকে পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে। তবে জুয়েলের বিরুদ্ধে থানায় কোন ধরনের মামলা আছে কিনা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

বাগেরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আসিফ উল-ইসলাম আকাশ জানান, পুলিশের এসআই রবিউল ইসলামের বাম পায়ে এবং ডান হাতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

—-ইউএনবি