অনলাইন ডেস্ক :
ওপার বাংলার বিখ্যাত ইস্টবেঙ্গল ক্লাবের জুনিয়র দলে খেলা ফুটবলার প্রদীপ বড়ুয়ার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তিনি ২৪ পরগনার অশোকনগরে থাকতেন। প্রদীপ একসময় ইস্টবেঙ্গল জুনিয়রের হয়ে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে খেলে এসেছেন। কিন্তু সিনিয়র পর্যায়ে সাফল্য না পেয়ে তিনি হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন বলে পরিবারের বরাত দিয়ে জানিয়েছে ভারতীয় মিডিয়া। জানা গেছে, প্রদীপ ছোট থেকেই ফুটবল ভালোবাসতেন। একটা সময় ইস্টবেঙ্গল জুনিয়র দলের হয়ে খেলেছেন। ম্যাঞ্চেস্টারেও খেলেছেন। ভেবেছিলেন ফুটবল খেলেই নিজেকে প্রতিষ্ঠিত করবেন। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হয়নি। বাধ্য হয়ে বাবা, মা, বোন ও ভাইয়ের দায়িত্ব নেওয়ার তাগিদে পানির ব্যবসা শুরু করেন প্রদীপ। সংসারে ভাইয়ের চাকরি, বোনের বিয়ে নিয়েও টেনশন ছিল প্রবল। অন্যদিকে তার মন পড়েছিল ফুটবলে। সবমিলিয়ে প্রদীপ অবসাদগ্রস্ত হয়ে পড়েন। ভারতীয় গণমাধ্যম আরও জানিয়েছে, মৃত্যুর কিছুক্ষণ আগে মাকে ফোন করে ভাই ও বোনকে দেখে রাখার কথা বলেন প্রদীপ। এ সময় তিনি কান্নাকাটি করছিলেন। সেই ফোন পেয়ে পরিবারের সন্দেহ হলে এলাকায় খোঁজাখুঁজি শুরু হয়। প্রদীপের খোঁজ না পাওয়ায় অশোকনগর থানায় একটা ডায়েরি করে তার পরিবার। এরপর পুলিশ অভিযানে নেমে বাড়ির কাছেই একটি আম গাছে প্রদীপের ঝুলন্ত মরহেদ খুঁজে পায়। এ সময় প্রদীপের পরনে ছিল ইস্টবেঙ্গলের লাল-হলুদ জার্সি। পুলিশের অনুমান, অবসাদের কারণেই নিজেকে শেষ করে দিয়েছেন প্রদীপ।
আরও পড়ুন
হাতুরা প্রসঙ্গে যা বললেন মুশফিক
মাইলফলকের সামনে দাঁড়িয়ে মেসি
আরেকটি বিশ্ব রেকর্ড গড়তে চান রোনালদো