December 4, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, July 18th, 2022, 8:02 pm

বাছাই পর্বে চ্যাম্পিয়ন ‘বি’ গ্রুপে জিম্বাবুয়ে বিশ্বকাপ খেলবে

অনলাইন ডেস্ক :

টি-টোয়েন্টি বিশ্বকাপ কোয়ালিফায়ারে চ্যাম্পিয়ন হলো জিম্বাবুয়ে। শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচে জিম্বাবুয়ে ৩৭ রানে হারিয়েছে নেদারল্যান্ডসকে। ফাইনালে উঠে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নিশ্চিত করে জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডস। ২০১৬ সালের পর আবারও বিশ্বকাপের মঞ্চে খেলবে জিম্বাবুয়ে। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় জিম্বাবুয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডে ‘বি’ গ্রুপে খেলবে। সেখানে তাদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। আর রানার্স-আপ হওয়ায় ‘এ’ গ্রুপে শ্রীলঙ্কা, নামিবিয়া ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলবে নেদারল্যান্ডস। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে প্রথমে ব্যাট করে ১৯.৩ ওভারে ১৩২ রানে অল আউট হয় জিম্বাবুয়ে। দলের পক্ষে শেন উইলিয়ামস ২৮, রেগিস চাকাভা ২৭ রান করেন। জবাবে ১৮.২ ওভারে ৯৫ রানে গুটিয়ে যায় নেদারল্যান্ডস। ৪ ওভারে ৮ রানে ৪ উইকেট নেন সিকান্দার রাজা। ফাইনালের সেরা খেলোয়াড় হয়েছেন রাজা। আগামী ১৬ অক্টোবর থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে। প্রথম রাউন্ডে সেরা দুই দলের মধ্যে থাকতে পারলে সুপার টুয়েলভের টিকিট মিলবে। আগেই সুপার টুয়েলভ নিশ্চিত করেছে বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।