অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আশা প্রকাশ করে বলেছেন, ২০২২-২০২৩ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট বাস্তবায়ন অর্থনীতিকে আরও শক্তিশালী ও প্রাণবন্ত করবে।
শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সম্মেলনে তিনি বলেন, ‘আশা করি এই বাজেট বাস্তবায়নের মাধ্যমে আমাদের অর্থনীতি আরও শক্তিশালী ও প্রাণবন্ত হবে।’
অর্থমন্ত্রী করোনা এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট অনিশ্চয়তা থেকে অর্থনৈতিক পুনরুদ্ধারের ওপর বিশেষ মনোযোগ দিয়ে ২০২২-২০২৩ অর্থবছরের ছয় লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার জাতীয় বাজেট উন্মোচন করেছেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাজেটে জনগণের প্রত্যাশা ও সুযোগ-সুবিধা বিবেচনা করা হয়েছে।
মুস্তফা কামাল বলেন, বাজেটে প্রতিটি খাতে আধুনিকায়ন ও প্রযুক্তি ব্যবহারের ওপর জোর দেয়া হয়েছে।
এ সময় কৃষিমন্ত্রী মুহাম্মদ আবদুর রাজ্জাক, শিক্ষামন্ত্রী দীপু মনি, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির প্রমুখ উপস্থিত ছিলেন।
—ইউএনবি
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রে আগ্নেয়গিরির ভয়াবহ রূপ
আফগানিস্তানে মসজিদে বিস্ফোরণ, নিহত ১৬
ভারত থেকে ফেরার জন্য বিএনপি নেতা সালাহউদ্দিনের আবেদন মঞ্জুর করেছে সরকার